বৃষ্টির দিনে অফিসে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি চায় কর্মীরা

২৮১ পঠিত ... ১৭:২৩, জুলাই ০৪, ২০২৪

3

বৃষ্টির দিনে অফিসে যাওয়া যেন এক বেদনাদায়ক অভিজ্ঞতা। বৃষ্টির ঠান্ডা ঠান্ডা সকালে বিছানা থেকে উঠে কয়টা টাকার জন্য অফিসে যেতে কারই বা ভালো লাগে। সেজন্য প্রতিটি অফিসে বৃষ্টির দিনে ক্রিকেটের মতো ডাকওয়ার্থ লুইস পদ্ধতি চায় চাকরিজীবীরা। সামিউল আজিজ সিয়াম নামের এক কর্পোরেট পিপল সর্বপ্রথম সোশ্যাল মিডিয়ায় এই দাবি তোলেন বলে জানা যায়।

এই সময়ে অফিসের ডাকওয়ার্থ পদ্ধতির এক রূপরেখাও প্রকাশ করেন দাবির পক্ষের লোকজন। তারা জানান, বৃষ্টির দিনের অফিস হবে ইচ্ছা অফিস। ইচ্ছা হলে অফিসে যাব, ইচ্ছা না হইলে যাব না। কেউ ফোন দিতে পারবে না, কেউ মেসেজও দিতে পারবে না। পরেরদিন অফিসে গেলে কোনো ধরনের প্রশ্ন ও জবাবদিহিতাও রাখা যাবে না।  

অফিসে গেলেও কাজ হবে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে। ১০ মিনিট কাজ, ৫০ মিনিট বারান্দায় আড্ডা ও সিগারেট ব্রেক থাকতে হবে। প্রয়োজনে কলিগরা সবাই মিলে রবীন্দ্র সংগীত বাজিয়ে অফিসের ছাদে হুমায়ূনিয় স্টাইলে ভিজবে। জোরে বৃষ্টি আসলে অফিসে থাকতে হবে ঘুমিয়ে যাওয়ার ব্যবস্থাও।

২৮১ পঠিত ... ১৭:২৩, জুলাই ০৪, ২০২৪

Top