টক্সিক রিলেশনশিপ ভোলার রিসেট বাটন চায় সদ্য সিঙ্গেল হওয়া তরুণরা

৭২ পঠিত ... ১৬:২৮, অক্টোবর ০৩, ২০২৪

25

সম্প্রতি ব্রেকআপ হয়েছে? যন্ত্রণা ভুলতে চাচ্ছেন? নতুন করে শুরু করতে মন চাইছে? এই প্রশ্নগুলো সদ্য সিঙ্গেল হওয়া তরুণদের মধ্যে খুব পরিচিত। ব্রেকআপের পর মনের মধ্যে অদ্ভুত এক শূন্যতা আর বিষণ্ণতা কাজ করে। সকালে ঘুম থেকে উঠেই প্রাক্তনের কথা মনে পড়ে, নাস্তা করতে গেলে তার পছন্দের খাবার নিয়ে ভাবনা আসে— এই সব মিলিয়ে বিষণ্ণতার দুঃস্বপ্ন যেন প্রতিদিনই ঘনীভূত হয়। এমন সময়ে কিছু মানুষ দুই পাওয়ারের ক্লোনাজেপাম দিয়ে ঘুমিয়ে পড়লেও মনে মনে একটা চূড়ান্ত সমাধান খোঁজে।

এই দুঃখ ভুলতে কি কোনো ওষুধ আছে? এমন প্রশ্ন সবার মনেই ঘুরে, কিন্তু কেউ উত্তর জানে না। এরমধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস রিসেট বাটন নামের এক যাদুকরী সমাধানের কথা বলেন। যা তরুণদের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। তার দাবি, এই বাটন চাপলেই পুরোনো সব স্মৃতি এক লহমায় শেষ হয়ে যাবে— একদম নতুন জীবন শুরু করার সুযোগ।

বাটনের কথা শুনে তরুণ সমাজ যেন হুমড়ি খেয়ে পড়েছে। মুহাম্মদ ইউনূসের রিসেট বাটন খুঁজতে দেশের বিভিন্ন প্রান্তে তরুণরা বেরিয়ে পড়েছে। ইতোমধ্যেই দেশের বড় বড় শহরে রিসেট বাটন বিক্রির পোস্টার চোখে পড়েছে। ব্যবসায়ী সমাজ আমেরিকা থেকে এই বাটন আমদানির পরিকল্পনা করছে। বড় ই-কমার্স সাইটগুলোতেও এই বাটন নিয়ে বিশেষ অফার চালু হতে যাচ্ছে। যেমন, একটি কিনলে, আরেকটি ফ্রি। কেউ কেউ তো মনে করছে, এই বাটন চাপলে শুধু ব্রেকআপ নয়, অফিসের ডেডলাইন, অ্যাসাইনমেন্ট, এমনকি মিস করা ট্রেনের টিকিটও নতুন করে রিসেট হয়ে যাবে!

বাটনের জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, চোরাকারবারিরাও এই বাটন পাচারের ব্যবসায় নেমে পড়েছে। শোনা যাচ্ছে, কিছু মানুষ চোরাই পথে কেনা রিসেট বাটন ব্যবহার করে জীবনের সব পুরোনো স্মৃতি মুছে ফেলেছে। তবে তাদের মধ্যে কিছু লোক ভুল করে নিজের পরিচয়ও মুছে ফেলেছে! কেউ কেউ নিজের নাম কী ছিল তাও মনে করতে পারছে না! এখন তারা পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিজের পরিচয় খুঁজছে।

 

 

 

৭২ পঠিত ... ১৬:২৮, অক্টোবর ০৩, ২০২৪

Top