আজ থেকেই গোসলকে না বলে দিলেন রাজধানীর মিরপুরের মনির

৮৯ পঠিত ... ১৫:৫৪, অক্টোবর ০৫, ২০২৪

7

প্রতিদিন গোসল না করলে এই নিষ্ঠুর ঢাকা শহরে টিকে থাকা খুবই কষ্টকর একটা ব্যাপার। তবু, প্রতিবারই শীতের সাথে পাল্লা মিলিয়ে অনেকেই শীতকালে গোসলকে বয়কট করে দেন। শীতকালে গোসল বয়কট করে দেওয়ার ব্যাপারটা আমাদের মোটামুটি হজমে চলে এসেছে। কিন্তু, এবার আশ্চর্যজনকভাবে এই বর্ষার শুরুতেই গোসলকে বয়কট করলেন মিরপুরের মনির। গতকাল এক ভুয়া তথ্যের মাধ্যমে আমাদের প্রতিবেদক এই ব্যাপারে নিশ্চিত হয়েছেন।

এ ব্যাপারে মনিরের সাথে কথা বললে তিনি আমাদের জানালেন, গোসল প্রতিদিন না করলে অনেক সমস্যা হয় সেটা আমি জানি। এইসব জ্ঞান আমাকে দিতে আইসেন না। আমার কথা হচ্ছে, গোসলের সাথে তো ভালো থাকার কোনো সম্পর্ক নাই, গোসলের সাথে সম্পর্ক গরমের, ঘামের। আমি যদি সেপ্টেম্বর মাসে না ঘামি, আমার গরম না লাগে তাহলে আমি গোসল বয়কট করার জন্য শীতের অপেক্ষা কেন করব? সেপ্টেম্বরে যেই বৃষ্টি হচ্ছে, আবহাওয়ার যে অবস্থা আপনারা বুঝতেছেন না এবার শীতটা এখনই পড়ে গিয়েছে? বুঝলে বুঝেন, না বুঝলে নাই আমি গোসল করব না এটাই ফাইনাল।

মনিরের বাসায় যাওয়ার পর দেখা গেল তার এমন সিদ্ধান্তের পর বাসায় মোটামুটি হাজার মানুষের একটা ভিড় পড়ে গিয়েছে। মনিরের অফিসের কলিগ, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন সবাই তার জন্য নিয়ে এসেছেন শত শত পারফিউম। এক বন্ধুর সাথে কথা বললে তিনি আমাদের জানালেন, গোসল করবে না এই সিদ্ধান্ত নিয়েছে ভালো কথা, কিন্তু আড্ডা দিবে না এই সিদ্ধান্ত তো নেয়নি। ওর পাশে টিকে থাকতে হলে ওর পেছনে এটুকু ইনভেস্ট আমাদের করতেই হবে।

৮৯ পঠিত ... ১৫:৫৪, অক্টোবর ০৫, ২০২৪

Top