ওয়ার্ল্ড ট্যুরে বের হলেন শামীম ওসমান

১১৮ পঠিত ... ১৬:৩১, অক্টোবর ০৩, ২০২৪

29

ভারতের নিজাম উদ্দিন আউলিয়ার দরবারের পর এবার শামীম ওসমানকে দেখা গেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের এক শপিং মলে। এমনটাই জানিয়েছে দৈনিক ইত্তেফাক।

অনেকের ধারণা, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালিয়ে যান শামীম ওসমান। যদিও শামীম ওসমান বলছেন তিনি মূলত ওয়ার্ল্ড ট্যুরে বের হয়েছে। ভারত থেকে আমিরাত গিয়েছেন এরপর ইউরোপ সফর শেষ করে দেশে ফিরবেন। একটি ফেক আইডি থেকে eআরকিকে এমনটাই জানান তিনি।

শামীম ওসমান জানান, দুবাই থেকে মক্কায় গিয়ে ওমরা পালন করবেন। সেখানে রোনালদোর সাথে একটা ম্যাচ খেলার পরিকল্পনা আছে তার। এরপর তিনি যাবেন আমেরিকায়, মেসির সাথে খেলে স্পেনের উদ্দেশে রওনা দেবেন। লা লিগায়ও একটা ম্যাচ খেলার পরিকল্পনা আছে ‘খেলা হবে’ খ্যাত এই রাজনীতিবিদের।

বিশ্বভ্রমণের বিষয়ে চারপাশে নানান সমালোচনার জবাবে শামীম বলেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেই আমি বিশ্বভ্রমণে বের হয়েছি। আর আপনারা আমাকে নিয়ে সমালোচনা করছেন।

এই সময়ে তিনি সমালোচনাকারীদের আফসোস লীগ বলেও গালি দেন।

নিজের বর্তমান মানসিক অবস্থা বুঝাতে গিয়ে শামীম ওসমান গুণগুণ করে বলেন,

হইয়া আমি দেশান্তরী

দেশ-বিদেশে ভিড়াই তরী রে

নোঙর ফেলি ঘাঁটে ঘাঁটে

নোঙর ফেলি ঘাঁটে ঘাঁটে

বন্দরে বন্দরে…

১১৮ পঠিত ... ১৬:৩১, অক্টোবর ০৩, ২০২৪

Top