তীব্র শীতে দেখা মিলছে না সূর্যের। চারিদিক একদম কুয়াশায় ঢাকা। ইতিমধ্যেই সূর্যের দেখা পাওয়ার জন্য হাহাকার করছেন শীতে অতিষ্ঠ জনগণরা। সামার লাভারদের কথা তো একদমই ভিন্ন। সবার কথা বিবেচনা করেই eআরকি নিয়ে এসেছে সূর্য দেখার উপায়।
১#
মোবাইল হাতে নিন, গুগলে যান, সূর্যের ছবি লিখে সার্চ করুন। দেখবেন একটা নয়, আপনার সামনে হাজার হাজার সূর্য, নিজের পছন্দমতো একটা সূর্য বেছে নিয়ে দেখতে লেগে পড়ুন।
২#
আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত-অপরিচিতদের মধ্যে সূর্য নামের যে আছে তাকে বাসায় দাওয়াত করুন। তারপর যতক্ষণ ইচ্ছা সূর্য দেখতে থাকুন লাগলে সূর্যকে বাসায়ই রেখে দিন।
৩#
আপনার যে বন্ধুটা তার গার্লফ্রেন্ডকে চাঁদ ডাকে, সেই বন্ধুটাকে রিকোয়েস্ট করুন গার্লফ্রেন্ডকে যেন অন্তত এই কদিন সূর্য ডাকে। তাহলে আপনি তার গার্লফ্রেন্ডকে দেখতে পারবেন।
৪#
ইউটিউব, নেটফ্লিক্সে সার্চ করলে সূর্য, Surya নামের অনেকগুলো ছবি আছে। সেগুলো ডাউনলোড করুন তারপর দেখতে শুরু করুন।
৫#
পৃথিবীর একপাশে যখন সূর্য দেখা যায় না, তখন অন্যপাশে সূর্য দেখা যায়। তাই আপনি আপাতত পৃথিবীর যে পাশে আছেন, সে পাশে না থেকে অন্যপাশে চলে যান। তাহলে সূর্যের দেখা পাবেন।