আজ আমাদের বাবার জন্মদিন

২১২ পঠিত ... ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে

27

বাবার জন্মদিন মানুষ কতভাবেই না পালন করে। কেউ বাবার জন্য কিনে দামি উপহার, কেউবা বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘুরতে নিয়ে যায় বিদেশ। কেউ কেউ জন্মদিনে বাবাকে উপহার দেয় রয়্যাল এনফিল্ড কিংবা ল্যাম্বরগিনি। ফিলিপাইনে বসবাস করা দরিদ্র তিন ভাই-বোনের অবশ্য বাবাকে জন্মদিনে উপহার দেওয়ার মতো এমন কোনো সুযোগই ছিল না। টাকা নেই, থাকে একটা ভাঙাচোরা ঘরে। তবে, তাদের বাবা ছিল। বাবার জন্মদিন ছিল। 

২০২১ সালের ঘটনা। ছোটো ছোটো তিন ভাইবোনের কাছে বাবা মানে একজন সত্যিকারের সুপার হিরো। বাবার জন্মদিনটাকে উদযাপন করতে নিজেদের সামান্য সামর্থ্য নিয়ে তারা আনন্দের কোনো কমতি রাখেনি। তাদের আয়োজন ছিল খুবই সাধারণ কিন্তু ভালোবাসার পূর্ণতায় ভরা।

জন্মদিনের পার্টি বলতে আমরা বুঝি বেলুন, কেক আর মোমবাতির ঝলকানি। কিন্তু এই ছোট্টো শিশুদের কাছে তো বেলুন কেনার টাকাও ছিল না। তবুও ভালোবাসায় কোনো কমতি ছিল না। নিজেরাই তারা পলিথিন ব্যাগ ফুলিয়ে বেলুন বানিয়ে তাতে লিখে দিল, হ্যাপি বার্থডে পাপা।

এই ছোট্টো মিষ্টি আয়োজনে তাদের পাশের বাড়ির প্রতিবেশী মেলোডি সিলাং এতটাই আবেগাপ্লুত হলেন যে মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে ফেসবুকে শেয়ার করলেন। পোস্টটি দ্রুত ভাইরাল হয়ে যায়। সিলাং লিখেছেন, আমি এই পরিবারের ভালোবাসায় অভিভূত। সবকিছু না থাকলেও ওরা বাবার জন্মদিনে হাসি ফোটানোর চেষ্টা করেছে। বাবাকে সারপ্রাইজ দিতে নিজেরাই পলিথিন দিয়ে বেলুন বানিয়ে শুভ জন্মদিন বাবা লিখেছে। এমনকি একটি ডিমের কেকও বানিয়েছে।

পোস্টটি ভাইরাল হলে একজন শুভাকাঙ্ক্ষী তাদের কেক উপহার পাঠান। পরিবারের সবাই মিলে সেই কেক ভাগাভাগি করে খায়। আরও অনেকেই কোমল পানীয়, ভাজাপোড়া এবং অন্যান্য ছোটো উপহার পাঠান। এই ছোটো আয়োজন যেন আমাদের সবাইকে মনে করিয়ে দেয়, কষ্টের সময়ে পরিবারের বন্ধনই সবচেয়ে শক্তিশালী।

 

২১২ পঠিত ... ১৬ ঘন্টা ৫৮ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top