মন খারাপ হলে কীভাবে মন ভালো করবেন?

১৮৯ পঠিত ... ১৭:২৯, অক্টোবর ২০, ২০২৪

26 (15)

মন খারাপ সবারই হয়। কারও মন খারাপ হলে দুনিয়ার সবাই জানে, কারোরটা কেউ জানে না; এইটুকুই যা পার্থক্য। কিন্তু মন খারাপ হলে কীভাবে ভালো করবেন? সবাই যা করে তার থেকে আলাদা কিছু ধামাকা করার চেষ্টা করতে পারেন। আসুন দেখে নেই কী কী করা যায়।

 

১. ব্যক্তিগত রকেটে মঙ্গল বা চাঁদে ঘুরে আসুন

মন ভালো করার জন্য বালি, প্যারিস, মালয়েশিয়া ঘুরে আসা বেশ পুরোনো পদ্ধতি। পোস্ট মডার্ন যুগে মহাকাশ ভ্রমণ করতে পারেন। মঙ্গকের দুপুর কাটিয়ে বিকেলটা আয়েশ করতে পারেন চাঁদে।  থেকে রকেট বানিয়ে নিতে পারে, একদম বাজেট ফ্রেন্ডলি এবং হাতের নাগালে। হাতের নাগালে ও একদমই বাজেট ফ্রেন্ডলি মহাকাশ ট্যুরের জন্য ব্যবহার করতে পারেন স্পেসএক্সের রকেট।

 

২. টাকার বিছানায় শুয়ে থাকুন

রিউমার আছে, আওয়ামী নেতা আমু টাকার বিছানায় ঘুমাতেন। শুধু আমু না, দেশে-বিদেশে অনেক নেতারই এমন ফেটিশ ছিল। মন খারাপ হলে শুয়ে দেখতে পারেন। নিশ্চয়ই মন ভালো হবে। বিছানা কাভার করার মত টাকা না থাকলে নীলক্ষেত থেকে কম দামে জাল টাকা নিয়ে আসতে পারে। অথবা টাকা ফটোকপি করতে পারেন।

 

৩. খুব বেশি মন খারাপ হলে আকাশে থুথু মারতে পারেন

ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখ—একসময় এই ধরনের গান শুনলেও মন ভালো হতো। মূল্যবৃদ্ধি আর মূদ্রাস্ফীতির এই যুগে চিঠি লিখলে আর কিছু হয় না। আকাশের ঠিকানায় থুথু ছুঁড়ুন। আকাশে থুতু মারলে কোথায় পড়ে এই ব্যাপারে অনেক কনফিউশন আছে তাই এই এক্সপেরিমেন্টটি করে দেখতে পারেন তবে ভূলেও আশেপাশে থুতু মারবেন না, আশেপাশে থুতু মারলে উত্তম-মধ্যম খাওয়ার সম্ভাবনা রয়েছে।

 

৪. পটল তুলতে পারেন

মানব জীবনে পটল তোলা হচ্ছে তার জীবনের বড় একটি কর্ম। তাই মন খারাপ থাকলে পটল তুলতে পারেন। জীবনে একবার পটল তুলে ফেলতে পারলে মন ভালো কিংবা মন খারাপ আপনাকে স্পর্শও করতে পারবে না।

 

৫. বিল্লালীয় পদ্ধতি    

এখনও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এটাই সবচেয়ে কাজের পদ্ধতি। বিল্লাল নামের এক বাংলাদেশি রাজনীতিবিদ এই পদ্ধতির আবিষ্কারক। এই পদ্ধতিতে মন খারাপ হলে জমি দখল করতে হয়। মন খারাপ হলে বিল্লালীয় পদ্ধতিতে কারও জায়গা জমি/ফ্ল্যাট দখল করে দেখতে পারেন। কারণ অনেক সময় জায়গা দখল করলেও মন ভালো হয়ে যায়।

১৮৯ পঠিত ... ১৭:২৯, অক্টোবর ২০, ২০২৪

Top