অফিসে পিয়ন না থাকলে যেভাবে চা খাবেন 

২৭৩ পঠিত ... ১৭:২৯, আগস্ট ১৪, ২০২৩

Cha

অফিসে কাজ থাকুক আর না থাকুক চা/কফি থাকা চাই-ই চাই। এগুলো না খেতে পারলে কর্মচারীদের ব্রেইন তার দরজা খুলতেই চায় না। একদম ডিজিটাল লক হয়ে থাকে! কিন্তু, নিজের লকের চাবি নিজের বানাতেও মন চায় না, আমাদের হয়ে বানিয়ে দেয় অফিসের পিয়ন। এই পিয়নই যদি না আসে, তাহলে কী করবেন?

 

১#

একটু পর পর রান্নাঘর/ক্যান্টিনে ঘুরে আসুন। দেখবেন কেউ না কেউ নিজের জন্য চা/কফি বানাচ্ছে, ভুলেও তার কাছে এক কাপ চেয়ে বসবেন না। বলবেন, ‘তুমি কফি বানাচ্ছো? আমাকে তোমার এখান থেকে অল্প কফি দিয়ো।‘ এই অল্প কফিই এক কাপ হয়ে ফিরে আসবে।

 

২#

আপনাকে যে সারাদিন কাজ দিয়ে বসিয়ে রাখে, তার কাছে যান। তাকে জানান চা/কফি না খেলে আপনি যে কাজ করতেই পারেন না, নিজের কাজ উসুল করার জন্য হলেও সে আপনার জন্য চা/কফি বানানোর ব্যবস্থা করবে। 

 

৩#

একটা ফাঁকা কাপ নিয়ে সবার ডেস্কে ডেস্কে ঘুরতে থাকুন, সবাই অল্প করে দিলে আপনার এক কাপ হয়েই যাবে!

 

৪#

একটা চামচ নিন, চামচে এক চামচ কফি নিন। আর যদি চা খেতে চান তাহলে এক চামচ চা-পাতা নিন। তারপর সেটা মুখে নিন, এক কুলি গরম পানি দিয়ে গিলে নিন। ব্যস!

 

৫#

একটা কাগজে সুন্দর করে চা/কফি লিখে নেবেন, তারপর সেই কাগজ চিবিয়ে খাবেন নাকি ভিজায়ে খাবেন নাকি গিলে খাবেন সেটা অবশ্যই আপনার ব্যাপার।

 

৬#

সবসময় ছোটলোকি করলে হয় না, একদিনই কফি খাবেন। নর্থ এন্ডে গিয়ে খেয়ে আসুন নাহয় অর্ডার করুন। বেশি না ৩-৪ কাপ খেতে ১ হাজার টাকা লাগবে।

২৭৩ পঠিত ... ১৭:২৯, আগস্ট ১৪, ২০২৩

Top