ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য যদি আবেদনপত্র লিখতে হতো

৪২১৭ পঠিত ... ১২:১৯, এপ্রিল ২৮, ২০১৭

বরাবর
অ্যাঞ্জেল মনিকা
(ইনফো ফ্রেন্ডস দেয়া বলে আর কোনো তথ্য জানি না)
www.facebook.com/monikaearkiangel


বিষয় : ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য আবেদন। 

জনাবা,

আমি আপনার ফলোয়ার লিস্টের একজন নগন্য ফলোয়ার। আপনাকে আমি বিগত চার মাস ধরে ফেসবুকে ফলো করে আসছি। এ পর্যন্ত আপনার প্রত্যেকটি পাবলিক করা প্রোফাইল পিকচারে আমি লাভ দিয়ে এসেছি। একটা ছবিতেও ভুল করে লাভের বদলে লাইকে চাপ দেই নি। আপনার সেলফি গুলো আমার খুব ভালো লাগে। তবে অনেক ছবি 'ফ্রেন্ডস' করা থাকে বলে লাভ দিতে পারি না, মনে মনে শুধু দীর্ঘশ্বাস ফেলি। আপনার 'এত্তগুলা রোদ তুমি' স্ট্যাটাসটি আমি মোট চারবার শেয়ার দিয়েছি। তবে ওটাও সম্ভবত আপনি আপনার ব্রেকাপের পর 'ফ্রেন্ডস' করে দেয়ায় দেখতে পারি না। এছাড়াও আপনার ইন্সটাগ্রামে পোস্ট করা একটু ইয়ে, মানে আবেদনময়ী ছবিগুলা ফেসবুকের ইন্সটাগ্রাম ফটোস অ্যালবামে আমি না দেখতে পেলেও, আমার বন্ধু মোখলেস রেগুলার সেগুলোতে লাভ দিয়ে সেই স্ক্রিনশট আবার আমাকে দেখায়। আমি এই পরিস্থিতি আর নিতে পারছি না।


মহোদয়ার জ্ঞাতার্থে জানাচ্ছি, আপনার সঙ্গে আমার ৬৪টি মিউচুয়াল ফ্রেন্ড রয়েছে। এদের মধ্যে তিনজন আমাদের কমন ফ্রেন্ড, চারজন কমন ছোট ভাই এবং উনিশজন আপনার জুনিয়র বোন এবং আমার জাস্ট জুনিয়র।

অতএব, মহোদয় সমীপে আবেদন, আমার পরিস্থিতি বিবেচনা করে আমার ফ্রেন্ড রিকোয়েস্টটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দরকার নাই, কোনোরকম গালিগালাজ করে হলেও এক্সেপ্ট করতে মর্জি হয়।

নিবেদক,

আপনার একান্ত বাধ্যহত ফলোয়ার
এডমি সুজন
(www.facebook.com/addmesujon)

পেজ এডমিন: সুন্দরীদের দেখলে মন ইটিশ পিটিশ করে, ল মজা লই।

৪২১৭ পঠিত ... ১২:১৯, এপ্রিল ২৮, ২০১৭

Top