ফেসবুকের আদিমকালের ইউজারদের ১০টি কমন বৈশিষ্ট্য

৪৭২৯ পঠিত ... ১৪:০৮, সেপ্টেম্বর ২০, ২০২০

নিচের কাজগুলো আপনি ফেসবুক জীবনে কোনো না কোনো সময় করে থাকলে আপনাকে অভিনন্দন! আপনি আদিম যুগের ফেসবুকার হিসাবে মার্ক জাগারবার্গের কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন-

১# প্রোফাইলে পিকচার কিংবা নিজের যে কোনো ছবি আপলোড করে আরও ৯০ জনকে ট্যাগ দিয়েছেন।

২# ছেলেরা যে কোনো মেয়ে দেখলে 'poke' অপশনে ক্লিক করে 'poke back' এর অপেক্ষায় থেকেছেন।

৩# মেয়েরা ছেলেদের 'Hi বা Hello' কে প্রেমের প্রস্তাব ভেবে ব্লক করেছেন।

৪# সম্বোধনের সন্দেহ ও ঝামেলা এড়াতে (কিছুক্ষেত্রে কুলনেস দেখাতে) তুই, তুমি বা আপনির স্থলে u ব্যবহার করেছেন৷ উদাহরণস্বরুপ — 'u ki koro?', 'u khaiso?' 'u kishe poro?' 'u khub shundor'...

৫# কমেন্টের যে ডিরেক্ট রিপ্লাই দেওয়া যায় তা আপনি জানতেন না। নিজের পোস্টে নিজে আবার কমেন্ট করে যার উদ্দেশে রিপ্লাই দিচ্ছেন তার নাম লিখে দিতেন।

৬# বাবা মা কিংবা আত্মীয়স্বজনের ভয়ে আপনার প্রথম আইডি নাম কখনোই নিজের নাম ছিলো না৷ যেমন—

• প্রকৃতিপ্রেমী হলে নাম ছিলো— মেঘে ঢাকা চাঁদ, জ্যোৎস্না বিলাস, আকাশ ভরা তারা ইত্যাদি।
• ফুলপ্রেমীদের ছিলো— নীল অপরাজিতা, লাল গোলাপ, আমি রজনীগন্ধা ইত্যাদি।
• ক্যারিয়ারপ্রেমীদের ছিলো— ভবিষ্যৎ ডাক্তার, গর্বিত বুয়েটিয়ান রশিদ, ঢাবিয়ান কাদের হোসেন, ইঞ্জিনিয়ার মেহেদী ইত্যাদি।
• মজনু বা প্রেমিক পুরুষদের আইডি নামের মধ্যে সবচেয়ে বেশি ছিলো— পাগলী তোমার জন্য, পাগল মন, ভালোবাসি তোমাকে ইত্যাদি৷

৭# প্রতিটি বাক্য কিংবা শব্দের শেষে ডট(.) চিহ্ন ব্যবহার করতেন। যেমন—
—Hi..
—Hlw...
—ki koro....
—earki kori....

৮# সাইবার ক্যাফেতে গিয়ে আধা ঘন্টা বা এক ঘণ্টার জন্য ফেসবুকে বসে নিজেকে মারাত্মক লেভেলের ফেসবুকার দাবি করেছেন। যাদের তখনো ফেসবুক আইডি ছিলো না, তাদের দিকে অবজ্ঞার চোখে তাকিয়ে ফেসবুকের উপকারিতা বর্ণনা করেছেন।

৯# ছেলেরা মেয়েদের নামে, এবং মেয়েরা ছেলেদের নামে ফেইক আইডি খুলে নিজের বন্ধুদের সাথে প্রেম করার চেষ্টা করেছেন। এই ফেসবুকীয় প্রেমে আত্মহারা হয়ে অনেক চিরসিঙ্গেলই চ্যাটে অপর পাশের মানুষকে না দেখে, শুধু কথা বলেই ভালোবেসেছিলেন।

১০# আত্মপ্রেমের নিদর্শন হিসেবে নিজের ছবিতে নিজেই সবার আগে লাইক দিতে কখনোই ভুলতেন না!

কয়টা মিলে গেলো, কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু!

৪৭২৯ পঠিত ... ১৪:০৮, সেপ্টেম্বর ২০, ২০২০

Top