ইনফ্লুয়েন্সিয়াল কিছু না করেও যে ১০টি উপায়ে আপনি ইনফ্লুয়েন্সার হতে পারেন

৯৯৭ পঠিত ... ১৬:১৭, অক্টোবর ২০, ২০২০

দেশে আগে সবচেয়ে বেশি দেখা যেত কবি আর কাক। এখন সেখানে যোগ হয়েছে ইনফ্লুয়েন্সার। ফেসবুক, ইউটিউব, টিকটক থেকে শুরু করে ইন্টারনেটেই যেখানেই যান, ইনফ্লুয়েন্সার অবশ্যই পাবেন। কিন্তু ইনফ্লুয়েন্সার হতে হলে কী করতে হয়?
না, ইনফ্লুয়েন্সার হতে আপনাকে যে ইনফ্লুয়েন্সিয়াল কিছু করতে হবে, এমন না। একটু চালাক হলেই হতে পারবেন। eআরকি ভেবেছে ইনফ্লুয়েন্সার হওয়ার এমনই কিছু 'একটু চালাক' পদ্ধতি।

১# ইনফ্লুয়েন্সার হবার প্রথম শর্ত হচ্ছে ইংরেজি জানা। সেক্ষেত্রে ইংলিশ মিডিয়াম বা ভার্সন হলে কোনো কথাই নেই! এমনভাবে কথা বলতে হবে যেনো কথা কথা শুনেই মনে হয় আপনার জন্ম ব্রিটেনে, ভুল করে এই দেশে চলে এসেছেন। খেয়াল রাখবেন, যেন বাংলা উচ্চারণ ও যেন ইংরেজি উচ্চারণের মতো শোনায়।

২# পর্যাপ্ত ইংরেজি শিক্ষা না থাকলে এক মাসের একটা কোর্স করে নেবেন। কিছু কঠিন কঠিন English Word বারবার ব্যবহার করবেন। কিছু ইংরেজি গালি শিখে রাখতেও ভুলবেন না। বলা যায় না, যদি কেউ আক্রমণ করে বসে!

৩# ফেসবুকে একটা গ্রুপ খুলবেন। সেখানে নিয়মিত লাইভে যাবেন। সকাল বেলা কখন উঠলেন, কতক্ষণ মূত্রনিঃসারণ করলেন, কি দিয়ে খেলেন, কতক্ষণ খেলেন সব বর্ণনা দেবেন। কিছুদিনের মধ্যেই দেখবেন আপনি অনেকের প্রিয় ভাইয়া বা আপ্পি হয়ে গেছেন!

৪# লাইভে আসার সময় এমন পজিশনে ক্যামেরা ধরবেন যাতে আপনার বাসার এসি, দামি ফ্রিজ, কিংবা সুরুচিপূর্ণ কিছু দেখা যায়। মনে রাখবেন, ব্যাকগ্রাউন্ড ভালো না হলে কিন্তু 'ভাইয়া-আপ্পি'দের দলছুট হয়ে যাবার সম্ভাবনা থাকে।

৫# নিয়মিত ডিএসএলআর এবং গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি দিবেন। গাড়ি নিজের বা অন্যের হোক, সেটা দেখার বিষয় নয়।

৬# আপনার বাসা মিরপুর কিংবা আব্দুল্লাহপুর হলেও মাসে দুই একবার গুলশানের বিখ্যাত কোনো রেস্টুরেন্টে খেতে যাবেন। ব্যাগে কয়েকটা জামা নিয়ে যাবেন যাতে কিছুক্ষণ পরপর চেঞ্জ করে ছবি তুলতে পারেন। সে ছবিই সারামাস ধরে আপলোড দিয়ে বলবেন, 'এই রেস্টুরেন্ট ছাড়া আমার চলেই না অথবা ইংরেজিতে 'দিস ইজ এ প্লেস আই রিয়ালি বিলং!'

৭# আপনার গ্রুপে পরিবারের অন্য সদস্যদের ও পরিচয় করিয়ে দিন। প্রয়োজনে এডমিন, মডারেটর বানিয়ে দিন। তাহলে পুরো পরিবারই একদিন 'ইনফ্লুয়েন্সার পরিবার' হিসেবে স্বীকৃতি পাবে।

৮# বিভিন্ন প্রোডাক্টের ছবি নিয়ে আপলোড দিন। ক্যাপশন দিবেন 'এটি অরিজিনাল কোথায় পাওয়া যায়?' ঠিকানা জেনে থাকলেও এমন ভাব করবেন যেন জানেন না। দেখবেন বিভিন্ন পেইজ কিংবা দোকান থেকে ফ্রিতেই আসছে প্রমোশনের জন্য। সম্প্রতি এক ইনফ্লুয়েন্সারের ক্ষুদির ভাতের পোস্ট সম্পর্কেও জানা গেছে!

৯# কাজ থাকুক বা না থাকুক ঘরের মধ্যেই একটা অফিসের মতো বানিয়ে নিন। সুন্দর করে রঙ করান, ল্যাপটপ সামনে রেখে ব্যস্ত ভঙ্গিতে ছবিতে ছবি তুলুন।
সেই সাথে ক্যাপশন দিতে পারেন, 'Work is my passion' বা 'Work is my life' এর মতো কিছু গুগলপ্রাপ্ত বাক্য!

১০# আপনার সাথে বড় বড় বিগশটদের পরিচয় আছে, তাদের সাথে নিয়মিত ওঠাবসা, বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টে সেই ভাইব অবশ্যই দেবেন। তাদের সাথে ছবি পোস্ট দিন বা পোস্টে ট্যাগ করুন। হাল ছাড়বেন না। লেগে থাকুন, ইনফ্লুয়েন্সার আপনি হবেনই!

৯৯৭ পঠিত ... ১৬:১৭, অক্টোবর ২০, ২০২০

Top