যে ১০টি লক্ষণ দেখে বুঝবেন তার অনলাইন বিজনেস আছে

১২৬৮ পঠিত ... ২০:৫৬, নভেম্বর ১৬, ২০২০

ই-কমার্সের এই যুগে মার্কেটে কনজিউমারের চেয়ে কোম্পানি বেশি। কে যে সাধারণ ফেসবুকার, আর কে অনলাইন বিজনেসম্যান, বোঝাই মুশকিল। এমন কঠিন পরিস্থিতিতে আপনাকে সমাধান দিচ্ছে eআরকি। নিচের লক্ষণগুলো দেখলেই আপনি দ্রুত বুঝে নিবেন, তার অনলাইন বিজনেস আছে এবং সে সেইরকম একটিভ বিজনেসম্যান।

১# অনলাইন বিজনেস থাকা ফেসবুকাররা সাধারণত আপনার রিকোয়েস্ট ঝুঁলিয়ে রাখবে না। দেখবেন রিকোয়েস্ট দেয়ার লগে লগে নগে এক্সেপ্ট। তবে বেশিরভাগ সময় রিকোয়েস্ট আপনি পাঠানোর সুযোগ পাবেন না, সে-ই পাঠাবে...

২# ফ্রেন্ডলিস্টে অ্যাড হওয়ার সাথে সাথে সে আপনাকে তার পেজে ইনভাইট জানাবে। খেয়াল করবেন নিজের অজান্তেই আপনি কয়েকটা ফেসবুক গ্রুপেও এড হয়ে গেছেন।

৩# ছবি পোস্ট দিলে সে ছবির প্রশংসা না করে কমেন্ট করবে 'আপু শাড়ি, গয়নাটি কোথা থেকে নিয়েছেন?'

৪# কমেন্টে উত্তর না পেলে ইনবক্সে এসেও জানতে চাইবে। ইনবক্সে এসে দাম টাম জানার পাশাপাশি জিনিসটা আরো ভালো আরো কম দামে কোথায় পাবেন সেটা বোঝানোর চেষ্টা করবে।

৫# কেউ শাড়ির বিজনেস করলে সে প্রতিদিন নতুন শাড়ি পরে ছবি আপলোড দিবে। থ্রি-পিস বা গয়না বিক্রেতারাও একই কাজ করার কথা।

৬# কারো আইডি থেকে দিনে অন্তত একটা করে লাইভ নোটিফিকেশন আসলে তা ওপেন না করেই আপনি বলে দিতে পারেন...

৭# অনলাইন বিজনেস করা কাউকে নক দিলে সাধারণত দ্রুত রিপ্লাই পাবেন।

৮# বেশিরভাগ অনলাইন বিজনেসম্যানের কভার ফটোতে নিজের ছবি না থেকে তার কম্পানির লোগো সমৃদ্ধ ছবি থাকতে পারে। বায়ো বা ওয়ার্ক ইনফোতেও থাকতে পারে।

৯# অন্য কোনো অনলাইন বিজনেসের পেজ শেয়ার করলে দেখবেন, আপনি আর তার লিস্টে নাই।

১০# আপনি যদি নিজে কোনো অনলাইন বিজনেস খোলেন, তাহলে সরাসরি তার ব্লকলিস্টে চলে যাবেন!

১২৬৮ পঠিত ... ২০:৫৬, নভেম্বর ১৬, ২০২০

Top