পদ্মাসেতুর পিলারে বারবার ফেরির ধাক্কা লাগে কেন? এ এক অদ্ভুত রহস্যময় ব্যাপার। নদীর বুকে কি আর কোনো জায়গা নেই? নাকি ফেরি চলাচলের রাস্তাটা হিসেব না করেই সেতুর পিলার বসানো হয়েছে? সেই না জানা কারণগুলোই বের করার চেষ্টা করা হয়েছে এখানে। চলুন দেখে আসি...
১# পদ্মাসেতুর পিলার নায়িকা আর ফেরি নায়ক। সেজন্য ধাক্কা লাগে।
২# ফেরিগুলো নিশ্চয়ই বিএনপি করে, সরকারের অর্জন ধূলিসাৎ করার কারসাজি।
৩# গোপনে সেখানে টাইটানিক-২ এর শুটিংও হয়ে থাকতে পারে।
৪# পদ্মাসেতুর পিলার ও ফেরিগুলো একে অপরের সাথে মোরগ লড়াই খেলে। আর কক ফাইটে এমন একটু তো হতেই পারে!
৫# একজন দক্ষ ফেরির ক্যাপটেন কখনোই পিলারে ধাক্কা দিতে পারে না। আমার মনে হয় পিলারই এসে ফেরীর গায়ে ধাক্কা দিছে...
৬# ফেরি নিজেকে এলাকার নেতা মনে করে। তাই সেতুকে ধাক্কা দিয়ে বলতে চায়, তুই জানিস আমি কে?
৭# ফেরিগুলো স্মৃতিহারা, তাই পিলারে ধাক্কা খেয়ে স্মৃতি ফিরে পাওয়ার চেষ্টা করছে৷
৮# পরীমনির বাসায় বিদেশি মদের বোতল ছিলো, গজব তো আসবেই।
৯# ফেরি ও পিলার দুজনই সেলিব্রেটিদের পোস্টে কমেন্ট করতে যাচ্ছিলো। তাড়াহুড়োই ধাক্কাধাক্কি লেগে গেছে।
১০# ছোটবেলায় ফেরিগুলোর এইম ইন লাইফ ছিলো 'পদ্মাসেতুর পিলারে ধাক্কা খাওয়া।'