আজ ৪ নভেম্বর। 'Use your common sense Day'! কমন সেন্স পৃথিবীর সবচেয়ে আনকমন জিনিস! চলুন এই দিনে শিখে আসি কিছু কমন সেন্স, যার মাধ্যমে আপনি মানুষের ভালোবাসা এবং জনপ্রিয়তা পেতে পারেন।
১# জোরে জোরে ইয়ারফোন ছাড়া গান শুনবেন।
২# আপনার বন্ধু, সহকর্মী/আশেপাশের মানুষ কথা বলতে থাকলে তাদের কথার মধ্যে কথা বলবেন। খেয়াল রাখবেন তাদের কথা শেষ হবার আগেই যেন আপনার কথা শুরু হয়। মূলত, কথার মধ্যেই কথা বলার অভ্যাস করুন।
৩# বাস কিংবা লিফট, যাই হোক না কেনো, মানুষ নামার আগেই আপনি ওঠার চেষ্টা করবেন। দরকার হলে ধাক্কাধাক্কি করে দাঁত-মুখ থেতলে যাক, সমস্যা নেই। মনে রাখবেন, আগে আপনাকে উঠতে হবেই।
৪# কেউ আপনাকে একটা ছবি দেখানোর জন্য ফোন হাতে দিলে আপনি ডানে বামে চেপে পরবর্তী কিংবা পূর্ববর্তী ছবি দেখার চেষ্টা করবেন।
৫# আপনি পুরুষ হলে কোনো যানবাহনে বসার সময় দু'পা বিশাল ফাঁকা করে বসবেন। পাশে কোন নারী থাকলে নিশ্চিত করবেন তারা যাতে বিব্রতবোধ করে।
৬# হাঁচি-কাশি দেবার সময় সামনে দাঁড়ানো ব্যক্তির খুব কাছে চলে যাবেন। একবার কাশির সাথে সাথে ৩০০০ স্যালাইভা ড্রপলেট এবং একবার হাঁচির সাথে ৪০০০ স্যালাইভা ড্রপলেট নির্গত হয়। নিশ্চিত করবেন সেখান থেকে কিছু ড্রপলেট হলেও যেন অন্যের মুখে স্থানান্তরিত হয়।
৭# ব্যস্ত এবং জনবহুল রাস্তায় ধীরে ধীরে হাঁটবেন। এতই ধীরে হাঁটবেন যেন পিছনে তাকিয়ে দেখেন বিজয় সরণির জ্যাম লেগে গেছে। ধীরে হাঁটার সময় মাঝে মাঝে কারণ ছাড়াই দাঁড়িয়ে যেতে পারেন।
৮# ব্যক্তিভেদে যে যা নিয়ে বিব্রতবোধ করে বারবার সেটা নিয়ে প্রশ্ন করবেন, সিআইডির মতো নিজের তত্ত্বাবধানে ব্যক্তিগত ইনভেস্টিগেশন টিম খুলবেন।
৯# যার অবস্থা আপনার চেয়েও অনেক খারাপ, তার কাছে আপনার খারাপ অবস্থা বলতে যাবেন। ধরা যাক, আবিদ রসায়ন পরীক্ষায় ২৯ পেয়েছে, আর আপনি পেয়েছেন ৮২। আপনি বারবার আবিদের কাছে যেয়ে কেনো আপনি ১৮ নাম্বার কম পেলেন ১০০ থেকে।
১০# অন্যের জিনিসপত্র সরিয়ে আগের অবস্থানে গুছিয়ে রাখবেন না। বরং কিছু পছন্দ হলে তা নিজের বাসায় নিয়ে কিছু জিনিস চুপচাপ রেখে দিবেন। কার এতকিছু মনে থাকবে?
বোনাস: মানুষকে নিয়ে প্রচন্ড হাসি-তামাশা, সমালোচনা করবেন। কিন্তু নিজেকে নিয়ে কেউ করলে কোনোভাবেই সহ্য করবেন না। তেলে বেগুনে জ্বলে কান্নাকাটি করে চিরজীবনের জন্য কথা বলা বন্ধ করে দিবেন।
শেষ কথা: আজকের এই দিনে তবু একটা কথাই বলতে চাই, প্লিজ, ইউজ ইউর কমনসেন্স!