যে ১০টি লক্ষণ থাকলে আপনি একটি পেঁয়াজ

৫৫০ পঠিত ... ১৬:৫৪, সেপ্টেম্বর ১৭, ২০২০

 

১# আপনাকে 'ফিনিশ' করার কথা কেউ ভাবতে পারে না। একটু টানা-হেঁচড়া করলেই আপনার ঝাঝে তাদের চোখে পানি চলে আসে। 

২# আপনি দেশি হওয়া সত্ত্বেও দেশের মানুষ আপনাকে গোনে না! নিজের ছেলেমেয়ের জন্য ঘরে আনে ভারতীয় বধূ/বর। 

৩# পরিবারের কাছে বছরে দুয়েকবার আপনার ভ্যালু ধাই ধাই করে বেড়ে যায়। 

৪# আপনার ডিমান্ড বাড়লে দুই পরিবারের মধ্যে বিশাল ঝামেলা হয়। কিন্তু দাম বাড়ার আসল কারণ না খুঁজে অহেতুক অন্যান্য বিষয় নিয়ে পারিবারিক ফেসবুক গ্রুপে তোলপাড় শুরু হয়। 

৫# আপনার মনকে কুচিকুচি করে কাটতে অনেকেই সিদ্ধহস্ত!  

৬# একসময় আপনার শরীরের গন্ধ দিয়ে সুগন্ধি বানিয়ে রাতারাতি বড়লোক হয়ে যাওয়ার চান্স আছে! 

৭# সুন্দর হওয়া সত্ত্বেও আপনার শারীরিক সৌন্দর্য নিয়ে কস্মিনকালেও প্রশংসা শোনেননি, সবাই শুধু আপনার ঝাঁঝ নিয়েই কথা বলে! 

৮# আপনার কারণে অনেকেরই চোখে পানি আসে!

৯# সমাজে আপনার ভ্যালু বাড়লে বেশিরভাগ মানুষের সহ্য হয় না! 

১০# মাঝেমধ্যে আপনার আত্মীয়-স্বজনই আপনাকে গুম করে আপনার পরিবারের সাথে চাঁদাবাজি করে!    

 

৫৫০ পঠিত ... ১৬:৫৪, সেপ্টেম্বর ১৭, ২০২০

Top