পেঁয়াজদর্শন : বিশ্বের খ্যাতনামা দার্শনিকরা পেঁয়াজ নিয়ে যা বলে গেছেন

১৯৮৬ পঠিত ... ০৮:১০, নভেম্বর ২২, ২০১৯

পেঁয়াজ নিয়ে এত দিকে এত কথা, এত ভাবনা! পেঁয়াজ নিয়ে ভাবতে ভাবতে সবাই যেন দার্শনিক হয়ে যাচ্ছে! তবে পৃথিবীর খ্যাতনামা দার্শনিকরাও কিন্তু খুব ভাবতেন পেঁয়াজ নিয়ে। দেখুন পেঁয়াজ নিয়ে বিশ্বখ্যাৎ দার্শনিকদের ভাবনা-

হিরাক্লিটাস: একই পেঁয়াজ দুইবার খাওয়া যায় না।

বুদ্ধ: পেঁয়াজের মতো যাবতীয় বস্তু বা বিষয়ের প্রতি আকাঙক্ষা থেকে মুক্তিই নির্বাণ।

সক্রেটিস: পেঁয়াজকে জানো।

প্লেটো: একটা আদর্শ পেঁয়াজের মূল এর 'পেঁয়াজত্ব’।

(র‍্যাশনালিস্ট) দেকার্ত: আমি পেয়াজ খাই, তাই আমি অস্তিত্বশীল।

(এম্পিরিসিস্ট) জন লক: আমার কাছে পেঁয়াজ সুস্বাদু লাগে।

(র‍্যাশনালিস্ট ও এম্পিরিস্টদের মধ্যে সমন্বয়কারী) কান্ট: 'পেঁয়াজ' হইতেছে ‘পেয়াজ’ বিষয়ে আমাদের যাবতীয় অভিজ্ঞতার সমষ্টি।

(উপযোগবাদী) স্টুয়ার্ট মিল: পেঁয়াজ খাওয়া যদি বেশিরভাগ মানুষরে সুখী করে, তাইলে পেঁয়াজই ভালো।

(সাবজেক্টিভ রিয়ালিস্ট/অস্তিত্ববাদী) কির্কেগার্দ: আমার বিশ্বাস পেঁয়াজ খাইতে সুস্বাদু।

(সোশালিস্ট) মার্ক্স: প্রত্যেকেরই পেঁয়াজ খাওয়ার অধিকার আছে।

(মায়াবাদী) শংকরাচার্য: আসলে পেঁয়াজ বলতে কিছু নাই; সকলি মায়া।

(ফেমিনিস্ট) মীনা/মেরি ওলস্টোনক্র্যাফট: আমিও পেঁয়াজ খাইবার চাই, আব্বা।

নিটশে: উইদাউট পেঁয়াজ লাইফ উড বি এ মিসটেইক।

(নিরর্থবাদী) এমিল চিওরান: পেঁয়াজ হইতেছে সিম্পলি একটা দুর্ঘটনা; এতো সিরিয়াসলি নিতেছেন ক্যান? 

(নারীবাদী) সিমন দ্য বোভোয়া: কেউ পেঁয়াজ হিসাবে জন্মায় না, ধীরে ধীরে পেঁয়াজ হয়া ওঠে।

(প্র্যাগম্যাটিস্ট/রিলেটিভিস্ট) রিচার্ড রর্টি: পেঁয়াজ সেই জিনিস যারে মানুষের কাছে আপনি পেঁয়াজ বইলা চালাইতে পারেন; এবসলিউট পেঁয়াজ বইলা কিছু নাই।

(হেগেলিয়ান) জিজেক: আমি একজন হেগেলিয়ান পেঁয়াজ; আপনার কাছে একটা ভালো পেঁয়াজ থাকলে, রিয়ালিটিরে ভুইলা যান।

[নোটস: বিশ শতকের সবচেয়ে প্রভাবশালী দার্শনিকদের একজন ছিলেন লুডভিগ ভিটগেনস্টাইন। বিশেষ করে দর্শনে লিঙ্গুয়িস্টিক টার্ন বলে যে জিনিসটা ঘটে গেছে তার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা এই অস্ট্রিয়ান ভদ্রলোকের। তো, তার একটা অতিপরিচিত কথা, A serious and good philosophical work could be written consisting entirely of jokes.
তবে এই লেখাটা দর্শনের না। এইটা বরং দর্শনের বিখ্যাত লাইনগুলা নিয়া জাস্ট কিছু মজা করা প্লাস দর্শন পড়তে মানুষরে কিছুটা আগ্রহী কইরা তোলার চেষ্টা। দর্শনের ইতিহাসের বিখ্যাততম কিছু বাক্যের প্যারোডি করে কয়েক বছর আগে ‘ফিলসফি ম্যাটার্স’ নামে একটা পেইজ একটা পোস্ট দিছিলো, যেখানে তারা এখানকার এই পেঁয়াজের মতো ডোনাট নিয়া মজা করছিলো। এই লেখা সেই প্যারোডি ফর্মেটকে অনুসরণ করলেও, অনেক বেশি স্বাধীনতা নেয়া। অর্থাৎ অনেক উদ্ধৃতি এ্যাড করা হইছে যা ওখানে ছিলো না, কিছু বাদও দেয়া হইছে। ফর্মেও কিছু বদল আসছে। কোনো কোনো দার্শনিকের নামের আগে ব্র্যাকেটে পরিচিতিমূলক শব্দ দেয়া হইছে যাতে দর্শন বিষয়ে একেবারে ধারণাহীন পাঠকেরাও এই দার্শনিকদের চিন্তার মূল প্রবণতার সাথে উক্তিরে কিছুটা রিলেট করে পারেম এবং ফিলসফি ১০১ লেভেলের ধারণা যাদের আছে তাদের কাছে জোক যাতে আরও স্পষ্ট হয়।]

১৯৮৬ পঠিত ... ০৮:১০, নভেম্বর ২২, ২০১৯

Top