পেঁয়াজের দাম ডাবল সেঞ্চুরি পেরিয়ে ত্রিশতকের দিকে! খুব দ্রুতই ভেঙে ফেলতে পারে ব্রায়ান লারার ৪০০ রানের রেকর্ডও! বাংলার অনলাইন কিংবা অফলাইন, সবখানেই চলছে পেঁয়াজ নিয়ে গবেষণা, আফসোস, হায়-হুতাশ! অনেকেই নাকি বিদেশ থাকা আত্মীয়স্বজনকে পেঁয়াজ পাঠাতে বলছেন। এমন পরিস্থিতিতে পেঁয়াজ সংক্রান্ত খবরেও আসতে পারে নতুনত্ব। eআরকি করেন গ্রুপে রাজীব পোস্ট করেছেন এমনই কিছু স্যাম্পল শিরোনাম। সামনের দিনগুলাতে আমরা পত্রিকার পাতায় পেঁয়াজ সংক্রান্ত নিচের এই ১০টি সংবাদ শিরোনামের মতো শিরোনাম দেখব না, এ কথা জোর দিয়ে বলার কোনো উপায় নেই!
১# পেয়াজ চুরির দায়ে বুয়ার বিরুদ্ধে মগবাজার থানায় ব্যাচলরের মামলা।
২# তরকারিতে বেশি পেঁয়াজ ব্যবহার করায় স্ত্রীর বিরুদ্ধে ধানমন্ডি থানায় প্রতারণার মামলা করলেন স্বামী।
৩# একসাথে দুই বস্তা পেয়াজ ক্রয় করায় হোটেল মালিকের অবৈধ সম্পদ অনুসন্ধানে নেমেছে দুদক।
৪# পেয়াজের আংটির প্রলোভনে মকবুলের গার্লফ্রেন্ড ভাগিয়ে নিয়ে গেল দুবাই ফেরত মোখলেস!
৫# পাওনা সাড়ে বারো হাজার কোটি টাকার বিপরীতে বিটিআরসিকে ২০০ বস্তা পেয়াজ দেয়ার প্রস্তাব গ্রামীনফোনের। রাজি হওয়ার ইঙ্গিত মন্ত্রীর।
৬# কোটি টাকার ব্যবসা বিক্রি করে পেঁয়াজ চাষে নামলেন ধনকুবের সালমান এম রহমান।
৭# সর্বকালের সবচেয়ে দামি ফোন 'আইফোন অনিয়ন প্রো' বাজারে আনতে যাচ্ছে অ্যাপল।
৮# পেঁয়াজ কিনতে দলে দলে ক্ষুদ্র ঋণ নিচ্ছে গরিব গ্রামবাসী।
৯# মুক্তির অপেক্ষায় শাকিব খানের বহুত প্রতীক্ষিত সিনেমা 'তুমি আমার পেঁয়াজ'।
১০# বিয়ের খাবারে পাত্রপক্ষ মাংসের সঙ্গে পেঁয়াজ চাওয়ায় যৌতুকের মামলা করলো কনেপক্ষ।