স্লথকে প্রতিদিনের কাজকর্ম করতে হলে যে ১৮টি বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো

১৭৯৫ পঠিত ... ২২:১৪, নভেম্বর ১১, ২০১৯

দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় বনভূমির প্রাণী হল স্লথ। খুব একটা পরিচিত প্রাণী না হলেও স্তন্যপায়ী প্রাণীদের নিয়ে করা এনিমেটেড সিনেমা ‘জুটোপিয়া’-এর মাধ্যমে স্লথ পরিচিত হয়েছে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশেই। স্লথের নামকরণ হয়েছে তার মন্থর গতির জন্য। এই সিনেমাতেও সেটি নিয়ে রসিকতা করা হয়েছে। স্তন্যপায়ী প্রাণীদের যানবাহন বিভাগে কর্মরত রয়েছেন ফ্ল্যাশ স্লথমোর নামক স্লথ। সেই তার ডিপার্টমেন্টে সবচেয়ে দ্রুততম (!) স্লথ। সে সৎ ও বন্ধুভাবাপন্ন হলেও তার কাজ ও গতির সাথে সমন্বয় করতে সময় নেয় ও সহজেই অন্য আলাপে চলে যায়।

ফ্ল্যাশের মতো মানবজীবনের প্রাত্যহিক কাজগুলো যদি একটি স্লথের করতে হত তবে তাকে কী কী বিপদের সম্মুখীন হতে হত তা ইলাস্ট্রেশনের মাধ্যমে দেখিয়েছেন জাপানিজ আর্টিস্ট কেইগো। স্লথের কষ্টের জীবন নিয়ে আঁকা ইলাস্ট্রেশনে আপনিও চোখ বুলিয়ে নিতে পারেন।

 

১# কাপড়ের এক মাথা থেকে অপর মাথা পর্যন্ত ইস্ত্রি নিয়ে যেতে যেতেই কাপড় পুড়ে যেত।

 

 

২# স্লথ রেস্টুরেন্টের ওয়েটার হলে খাবার কাস্টমারের টেবিল পর্যন্ত যেতে যেতে দিন পেরিয়ে রাত হয়ে যেত।

 

 

৩# আপেলের খোসা ছিলতে গিয়ে পুরোটা ছিলে শেষ করার আগেই আপেল কালো হয়ে যাওয়া শুরু করতো।

 

 

৪# ট্যাক্সি চালক হলে দেখা যেত, যাত্রীকেই ধৈর্য হারিয়ে ট্যাক্সি চালিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।

 

 

৫# খাবার ডেলিভারি করতে শুরু করলে খাবার অর্ডার দিয়ে কাস্টমারকে কয়েক মাস অপেক্ষা করতে হতো।

 

 

৬# মেসেজের রিপ্লাই দিতে দেরি হওয়ায় ইন্ট্রোভার্ট খেতাব পেতে পারতো স্লথ।

 

 

৭# বক্সিংয়ের রেফারি হলে দুর্বল খেলোয়াড়ের খুব দ্রুত হার মেনে নেয়ার সম্ভাবনা থাকতোই না...

 

 

৮# স্লথ তো স্লথ, তার ছায়া তার চেয়েও ধীর!

 

 

৯# স্লথের সাথে নৌকা চালাতে গেলে এক জায়গায়ই ঘুরপাক খেতে হতো অনন্তকাল!

 

 

১০# প্রাণী বা পচনশীল বস্তুর ছবি আঁকতে চাইলে স্লথের চিত্রকর হয়ে ওঠা অসম্ভব...

 

 

১১# নাপিত হলে চুল কাটতে গিয়ে দেখা যেত, কাজ শেষ হতে হতে আপনার দাড়িই উঠে গেল!

 

 

১২# পিজ্জাবয় স্লথ হলে দেখা যেত অর্ডার করা পিজ্জা আপনার শেষকৃত্যে এসে পৌঁছেছে।

 

 

১৩# জন্মদিনের কেক আনার দায়িত্ব স্লথকে দেয়া হলে মোম সব কেকের ওপরই গলে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে!

 

 

১৪# ইউটিউবে দুই মিনিটের নুডুলস রান্নার ভিডিও স্লথ করলে তার কয়েক ঘন্টা লেগে যাবে।

 

 

১৫# ছবি তুলতে গেলে বেশ বিড়ম্বনায় পড়তে হবে। বিশেষ করে বাচ্চা বা পশুপাখির ছবি তোলার ক্ষেত্রে... 

 

 

১৬# স্লথ যদি আপনার বন্ধু হয়, আর যাই হোক তাকে নিয়ে বেড়াতে সি-বিচে যাবেন না...

 

 

১৭# স্লথ লেখক হতে পারবে বটে, তবে সবধরনের কলম দিয়ে লেখার চেষ্টা না করলেই ভালো...

 

 

১৮# স্লথ যদি সিন্ডারেলা হতো... আদৌ কি ম্যাজিকের কোনো সুবিধা পেত?

১৭৯৫ পঠিত ... ২২:১৪, নভেম্বর ১১, ২০১৯

Top