গেম অফ থ্রোনসের শেষ এপিসোড দেখতে বসার আগে যে ১০টি প্রস্তুতি নেবেন

৯৫৮ পঠিত ... ২২:১৭, মে ১৯, ২০১৯

শেষ হতে যাচ্ছে গত নয় বছর ধরে টিভি সিরিজের রাজ্য শাসন করে যাওয়া জনপ্রিয় সিরিজ ‘গেম অফ থ্রোনস’। ২০ মে সোমবার থেকে বাংলাদেশে দেখা যাবে সিরিজটির ফিনালে অর্থাৎ সর্বশেষ এপিসোড। অনেকেই প্রিয় সিরিজের বিদায়ের লগ্নে হয়ে উঠেছেন আবেগপ্রবণ, আবার চলতি সিজনের গল্প এবং ঘটনাপ্রবাহে বিরক্ত হয়ে অনেকেই ক্ষুব্ধ। শেষ ভালো হোক না হোক, প্রত্যাশা পূরণ হোক না হোক, ফাইনাল এপিসোডটি যে গেম অফ থ্রোনসের ভক্তরা কোনোভাবেই মিস করবেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই এপিসোডটি দেখতে বসার আগে আপনাকে অবশ্যই নিতে হবে কিছু প্রস্তুতি। আমাদের গট-গবেষকদের দ্বারা আবিষ্কৃত এই ‘গেম অফ থ্রোনস ফাইনাল এপিসোড স্টার্টার প্যাক’টি দেখে সেরে নিন এপিসোডটি দেখার শেষ মুহূর্তের প্রস্তুতি।

১# উত্তেজনায় লাফিয়ে উঠে যেন কোমরে বা ঘাড়ে ইনজুরি না হয়, তার জন্য কিছুটা যোগ-ব্যায়ামের ওয়ার্মআপ করে নিতে পারেন।

২# গত এপিসোডে ড্যানেরিসের ড্রাগন ড্রাকারিস করে, মানে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল পুরো কিংস ল্যান্ডিং। শেষ এপিসোডে সেই আগুন বাই চান্স যদি টিভি স্ক্রিনের বাইরে চলে আসে, তাই সতর্কতা হিসেবে অবশ্যই পাশে ফায়ার এক্সটিংগুইশার মানে অগ্নি নির্বাপক যন্ত্র রাখবেন!

৩# উত্তেজনা, হতাশা কিংবা প্রত্যাশা পূরণ না হওয়ার গ্লানিতে যেন নিজের অথবা কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়, এজন্য সাধারণ স্টিল, ভ্যালেরিয়ান স্টিল, পানির গ্লাস কিংবা ড্রাগন গ্লাস এমন সব ধরনের বিপদজনক বা ধারালো জিনিসপত্র দূরে রাখবেন। অন্য রুমে কিংবা আলমারির ভেতর ভরে রাখলে সবচেয়ে ভালো হয়।

৪# উত্তেজনায় কিংবা এপিসোড ভালো না লাগার ক্ষোভে যেন মাথার চুল ছিড়তে না পারেন, তাই আগে থেকেই চুল ছোট করে কেটে ফেলুন। লর্ড ভ্যারিসের মতো টাক করলে সবচেয়ে ভালো। তবে কাটার সময় না পেলে মাথায় হেলমেট কিংবা ক্যাপ পরে থাকতে পারেন।

৫# এপিসোড ভালো না লাগলে যেন ভোক্তা অধিকার আইনে মামলা করতে পারেন, সেজন্য ভোক্তা অধিকার অধিদপ্তরের ফোন নম্বর আগেই নিজের সংগ্রহে রাখুন।

৬# ক্ষোভ প্রকাশমূলক ফেসবুক পোস্ট রেডি রাখুন। আগে থেকেই লিখে অনলি মি করে রাখলে ভালো। সবচেয়ে ভালো হয় এপিসোডে কী কী হতে পারে এমন নানান প্রেডিকশন নিয়ে আলাদা আলাদা ফেসবুক পোস্ট লিখে অনলি মি করে রাখলে। যেটা ঘটবে, সেই পোস্টটা পাবলিক করে শেয়ার দিয়ে লিখবেন, ‘আগেই জানতাম। সাচ এ প্রেডিক্টেবল বুলশিট রাইটিং…’

৭# স্মার্ট টিভিতে না দেখে পুরোনো কোন টিভিতে দেখুন। মেজাজ খারাপ করে ভেঙে ফেললেও তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কিঞ্চিৎ কম হবে।

৮# প্রচুর টিস্যু রেখে দিন। এপিসোড পছন্দ হোক না হোক, শো শেষ হয়ে যাওয়ার দুঃখে কান্নাকাটি তো করবেনই!

৯# ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করলে যেন সেইসব শব্দ রুম থেকে না বের হয়, তার জন্য রুম আগে থেকেই সাউন্ডপ্রুফ করে রাখুন। অথবা নরেন্দ্র মোদীর মতো গুহায় গিয়েও দেখতে পারেন।

১০# আলিফ লায়লার সবগুলো এপিসোড খুঁজে বের করে ডাউনলোড করে ফেলুন। গেম অফ থ্রোনস শেষ, সেই হতাশা সিমিলার কিছু দেখে তো কাটাতে হবে, নাকি?

৯৫৮ পঠিত ... ২২:১৭, মে ১৯, ২০১৯

Top