বান্ধবী ললিতা গানটি যদি তারা লিখতেন...

৪৫২৭ পঠিত ... ১৬:১৩, মে ০৭, ২০২৩

তোর-কুন-কুন-জায়গায়-বেতা-গো-বান্ধবী-ললিতা

তোর কুন কুন জায়গায় ব্যতা গো বান্ধবী ললিতা—ইন্টারনেটে টুকটাক সময় দিয়ে থাকলে এই গান কয়েকবার গুণগুণ করে আপনি গেয়েছেন। জনপ্রিয় শিল্পী শরিফ উদ্দিনের এই গানটি হুট ইন্টারনেটে ব্যাপক জনপ্রিয়তা পায়৷ বান্ধবীর কাছে ব্যথা জানতে চাওয়ার আকুতি যদি নজরুল, শরৎরা লিখতেন—তবে কেমন হতো তা?

১#

নজরুল

তোর দু-চোখ জুড়িয়া জল, মুখে নাই কোনো কথা

কোন সে পাষাণ দিয়াছে তোকে এমন কঠিন ব্যথা

ওরে ও বন্ধু, কণ্ঠ ছাড়িয়া ভেঙে দে নীরবতা

শুধাও আমারে আমি গিয়া তার ফাটাইয়া দিব মাথা

তোর কোন কোন যায়গায় ব্যথা লো বান্ধবী ললিতা

 

২#

হুমায়ূন আহমেদ

প্রতি পূর্ণিমার মধ্যরাতে একবার আকাশের দিকে তাকাই

গৃহত্যাগী হবার মতো জোছনা কি উঠেছে?

বান্ধবী ভোলানো জোছনা

যে জোছনায় আমার বান্ধবী ছাদের রেলিং ধরে ভেজা নয়নে দাঁড়িয়ে থাকবে

আর আমি তাকে গভীর আগ্রহ নিয়ে বলব—

তোর কুন কুন জায়গায় বেতা গো, বান্ধবী ললিতা?

 

৩#

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বাসায় আসিয়া দেবদাস আপনার ঘরে শুইয়া পড়িল। আজকাল সে একটা মেসে থাকে। আর যে বাড়িতে দেবদাস থাকে, তাহারই পাশের বাড়িতে ললিতা বলিয়া একজন যুবতী বাস করে। পার্ব্বতীকে ভুলিয়া দেবদাস আজকাল এই ললিতাতেই মগ্ন হইয়া পড়িয়াছে। আজ কী কারণে বলিতে পারি না, দেবদাসের মনে হইল ললিতাকে নিয়ে একখানা গান বাঁধিবে। সে তৎক্ষণাৎ লাফাইয়া উঠিয়া কাগজ-কলম লইয়া বসিয়া পড়িল। লিখিতে বসিবার কিছু সময় পরেই দেবদাস বুঝিল, সে কবি নয়, এইসব গান-পদ্য তাহাকে দিয়া হইবে না। তাও সে চেষ্টা চালাইয়া গেল। কিন্তু মহেশের কর্ম ছাগলকে দিয়া হয় না। দীর্ঘকাল অতিক্রান্ত করিয়া দেবদাস তাহার ললিতাকে লইয়া রচনা করিতে পারিল একখানা মাত্র চরণ, আর সেটি হইল—তোর কুন কুন জায়গায় বেতা গো, বান্ধবী ললিতা!

 

৪#

লালন

গোপনে ললিতারে কই

কুন কুন জায়গায় বেতা রে সই

কুন কুন জায়গায় মলম রে দেই

সেই কথা ভেবে বলো না!

জাত যাবে জাত যাবে বলে

ললিতা রাজি হলো না!

লালন বলে, ধুরু ছাতা,

এ কী আজব কারখানা!

 

৫#

দেলোয়ার জাহানা ঝন্টু

কীসের ব্যাথা, কোথায় ব্যথা? সে বললেই হলো নাকি যে ব্যাথা?

আমি দেলোয়ার জাহান ঝন্টু। উপমহাদেশের সবচেয়ে বেশি ছবির পরিচালক। কই আমার তো ব্যথা হয় না। আর সে দুই পয়সার মেয়ে, বলে কিনা ব্যথা।

সে আমাকে বলুক, তার কোন কোন যায়গায় ব্যাথা। থাপড়াইয়া ওর ব্যথা কমাইয়া দিবো।

 

৬#

রবীন্দ্রনাথ ঠাকুর

আয় আর একটিবার আয় ললিতা,

প্রাণের মাঝে আয়।

তোর কোথায় কোথায় ব্যথাটা হয়

সব জানা আমায়!

মোরা ভোরের বেলা ফুল তুলেছি,

দুলেছি দোলায়

বাজিয়ে বাঁশি গান গেয়েছি

বকুলের তলায়

হায় মাঝে হল ছাড়াছাড়ি,

গেলেম কে কোথায়—

তাই আর একটিবার আয় ললিতা,

প্রাণের মাঝে আয়

তোর কোথায় কোথায় ব্যথাটা হয়

সব জানা আমায়!

৪৫২৭ পঠিত ... ১৬:১৩, মে ০৭, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top