জেমসের যে 'পাগলা হাওয়া' আপনি শোনেননি

১৩০৪ পঠিত ... ১৬:০৯, এপ্রিল ১৭, ২০২৩

জেমসের

লেখা: ইফতেখার খান

বিয়েতে ব্যান্ড এসেছে, ধুমসে নাচানাচি চলছে।

হঠাৎ দর্শক থেকে এক আপু উঠে এলেন স্টেজে। তিনিও গান করবেন। বেশি নয়, মাত্র একটি।

যথারীতি কি-বোর্ড যিনি বাজাচ্ছেন, তার পাশে গিয়ে, কানে কানে গানের নাম বললেন।

তিনিও বিভিন্ন কর্ডে চাপ দিয়ে দিয়ে শাঁ শাঁ করে শব্দ বের করছেন। আর আপুটাও ওঁ ওঁ করে তার গলাটা কোন স্কেলে মিলছে সেটা ধরার চেষ্টা করছেন।

কি-বোর্ডিস্ট ডান দিকে মিউজিসিয়ানদের বললেন 'পাগলা হাওয়া' গাইবে। কর্ড ডি মাইনর।

দর্শক থেকে হুট করে কেও উঠে এলে অনেক সময় সে গান মিউজিসিয়ানদের কমন পড়ে না। কিন্তু এবার কমন পড়ায় সবাই খুশি। তাও জেমসের পাগলা হাওয়া গানটা হলো কমনের উপরে কমন।

ড্রামার হাই হ্যাটস এ কাউন্ট দিলো:

চিক চিকি, চিক চিকি, চিক চিকি, চিক চিকি

গিটারিস্ট আর কি-বোর্ডিস্ট ডি মাইনর কর্ড চেপে ইন্ট্রো বাজালো, এর পর জি মাইনরে গেলো।

ড্রামার রোলিং দিয়ে ঢুকলো, এরপর কি বোর্ডে বেজে উঠলো সেই বিখ্যাত ইন্ট্রো সলো। গিটারিস্ট ডিস্টোর্শন দিয়ে সেই লেভেলের সাপোর্ট দিয়ে যাচ্ছে। আর দর্শক দিচ্ছে সেই লেভেলের উদ্যম নৃত্য।

ইন্ট্রো পিস শেষ হয়ে গেলো কিন্তু আপুটা গানে ঢুকতে পারছেন না কোনো ভাবেই। সব মিউজিসিয়ান হোম কর্ড বাজিয়ে আপুকে ইশারা দিচ্ছে 'আপু ঢুকেন'

কিন্তু আপু মাথা উপরে নিয়ে নিচে মাইক্রোফোনে আনতে আনতে ড্রামসের বিট মিস হয়ে যায়। আর ঢুকতে পারে না।

গিটারিস্ট চিল্লায় 'ওয়ান ট্যু থ্রি ফোউর' ঢুকেন!!!

কিন্তু হয় না। আপু পারে না।

আপুর সুবিধার্থে সবাই বাজনা থামিয়ে দিলো। বললো, 'আপু আপনিই শুরু করেন, আমরা পরে ঢুকবো'

আপু মাথা উপর থেকে নিচে নামিয়ে শুরু করলো:

'পাগলা হাওয়ার বাদল দিনে

পাগল আমার মন জেগে ওঠে'

কি-বোর্ডিস্ট হা করে তাকায়ে আছে, ড্রামারের দিকে, ড্রামার তাকায়ে আছে গিটারিস্ট এর দিকে, গিটারিস্ট আপুর গলার স্কেলের সাথে কর্ড মিলানোর আপ্রাণ চেষ্টা চালাইতেছে, আর বেজিস্ট ভাবতেছে জেমস এমনে 'পাগলা হাওয়া'  গাইলো কবে?

  

১৩০৪ পঠিত ... ১৬:০৯, এপ্রিল ১৭, ২০২৩

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top