গান শোনার আদব কায়দা

১৩৭২ পঠিত ... ২১:২৪, আগস্ট ২২, ২০১৯

মোবাইলে বা পিসি অন করে হুটহাট গান প্লে করে দিলেই হয় না। গান এত মামুলি ব্যাপার না। এটা শোনার জন্য প্রস্তুতি লাগে, ঠিকঠাকমতো পরিবেশ তৈরি করা লাগে। 

যেমন, রবীন্দ্রনাথের গান। ক্লাস কিংবা অফিস শেষ করে এসে ক্লান্তি নিয়ে যেনতেনভাবে স্পিকারে রবীন্দ্রনাথ ছেড়ে দিলেন তো গুরুদেবের অপমান করলেন। গুরুদেবের গান শুনতে হয় সকালবেলা। ১১টার সময় যে নাগরিক সকাল হয় সেটা না, এই সকাল হচ্ছে সকাল ৭টা ৯ মিনিট।

ছুটির দিন ৬টা ৪৫ মিনিটে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এককাপ কফি বানিয়ে নিন। তারপর জানালাটা খুলে দিন ঘরের। হালকা বিটে বাজিয়ে দিন 'আনন্দলোকে মঙ্গলালোকে, এ কি লাবন্যে পূর্ণ, বধু কোন আলো...' গানগুলো।
তারপর পত্রিকাটা হাতে নিয়ে চলে যান ব্যালকনিতে। সাবধান! রবীন্দ্রসংঙ্গীত শোনার সময় পত্রিকার কোনো খুন কিংবা ধর্ষণের খবর পড়া যাবে না। তবে অন্য খবর পড়তে বাধা নেই।
বৃষ্টি দিনেও রবীন্দ্রনাথের গান শোনা আবশ্যক। তবে বৃষ্টির সন্ধ্যা হলো একদম পারফেক্ট সময়। এবারও জানালা বন্ধ রাখা যাবে না। বৃষ্টির ফোঁটা ঘরে আসছে? আসতে দিন। পূণ্য হবে।

মেঘদল শোনারও নিয়মকানুন আছে।

দিনের বেলা মেঘদল না শোনাই ভালো। শুনতেই যদি হয় তাহলে বড়জোর চারচার চৌকো জানালা, আবার শহর, ক্রুশেড, চতুর্দিক এই চারটা শুনতে পারেন। আর বাকিগুলো শুনতে হবে রাত ১২ টা তিন মিনিটের পর থেকে। আপনার যদি ইনসমনিয়া থাকে তাহলে আপনি হলেন মেঘদলের একদম উপযুক্ত শ্রোতা। মেঘদল শোনার আগে ঘরের সব বাতি বন্ধ করে দিন। পারলে চোখও বন্ধ করে ফেলুন। মেঘদল শুনতে শুনতে চ্যাট করা যাবে না, ফেইসবুকে লাইক কমেন্ট দেয়া যাবে না, কারো সাথে ফোনে কথা বলা যাবে না, এমনকি হাটাহাটিও করা যাবে না। সবচেয়ে ভালো হয় মেঘদল শোনার সময় বালিশে হেলান দিয়ে জানালার গ্রিলের ফাঁক দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলে।

শ্রীকান্ত শুনতে হয় সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় শুরু করে সাড়ে আটটার আগে শ্রীকান্ত শেষ করে ফেললে ভালো। শ্রীকান্তের সময়ও জানালা খুলে দিন। জানালা দিয়ে বাতাস আসুক, আর আপনি শুনতে থাকুন, 'যেওনা দখিন দ্বারে', 'মেঘ হলে মন...'

রাত নয়টার পরে প্লেলিস্টে রাখুন ভূমি কিংবা চঁন্দ্রবিন্দুর গান। তাদের গান শোনার সময় ঘরের বাতি অফ রাখা খুব একটা বাধ্যতামূলক না। বেশি জরুরি হলে চ্যাটও করতে পারেন এ সময়। তবে বেশি গরমের দিন তাদের গান না শোনাই উত্তম। একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে শুনুন, 'জানলা খোলা সন্ধ্যাবেলা এলোমেলো শীত...' কিংবা 'মন, হাওয়ায় পেয়েছি তোর নাম...'

বাকি থাকলো বিকাল আর দুপুর। এগুলো নিয়ে আরেকদিন আলোচনা করবো।

১৩৭২ পঠিত ... ২১:২৪, আগস্ট ২২, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top