স্যাটেলাইট দিয়ে বাঙালিকে যে কারণে খুশি করা যাবে না!

৬৫৩৮ পঠিত ... ০২:০৪, মে ১১, ২০১৮

বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়া অনেকের অনেক কথা শুনলাম। স্যাটেলাইট উড়াইয়া কী হবে, আমার কী লাভ, আমার বাথরুমের কলের পানি লিক করা থামাবে স্যাটেলাইট? ফিরিয়ে দিতে পারবে আমার পুরোনো প্রেমকে? স্যাটেলাইট কি গোল্ডেন এ+ পাইছে? ইলন মাস্ক নিজে গোল্ডেন পাইছে? স্যটেলাইট কি পারবে বুকের ব্যাথা কমায় দিতে, যেটাকে ডাক্তার বলে গেসটিকের ব্যাথা? 

ছবি: রাসেল আমিন হৃদয়

আসলে আমরা তৃপ্ত হতে ভুলে গেছি। প্রতিদিন কাচকি আর ভেদা মাছ খাওয়া লোক পাঙ্গাস খেয়েও তৃপ্ত না, মাছে তেল কম। বড় কৈ দিলে বলবে, জ্যাতা কৈ ছিল না, মরা ছিল। 

রবীন্দ্রনাথ আংকেলের একটা লেখা মনে পড়তেছে, 'আমরা না পড়িয়া পন্ডিত, আমরা না লড়িয়া বীর, আমরা ভান করিয়া সভ্য, আমরা ফাঁকি দিয়া পেট্রিয়ট। আমরা ভারি ভদ্র, ভারি বুদ্ধিমান, কোন বিষয়ে পাগলামি নাই। আমরা পাশ করিব, রোজগার করিব ও তামাক খাইব। আমরা এগোইব না, অনুসরণ করিব, কাজ করিব না, পরামর্শ দিব!' 

আমাদের জন্য স্যাটেলাইট কেন, পুরা চাঁদও যদি কিনা দেন, আমরা আমতা আমতা করে বলবো, চাঁদে গাতা, গর্ত বেশি। হালকা দাগও আছে।

৬৫৩৮ পঠিত ... ০২:০৪, মে ১১, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top