ছোট বেলায় হুজুরের কাছে আরবী বর্ণ চিৎকার করে শেখার সময় একজোড়া বর্ণ পড়তে গিয়ে হাসি আসতো। আইন-গাইন। হাসি আসতো কারণ, আইন বলে একটা বাংলা শব্দ আছে। গাইন বলে কিছু নাই। হাসতাম আর বলতাম, গাইন আবার কী!
বাচ্চা বয়স তাই জানতাম না, বড় হবার পর ঠোক্কর খেতে খেতে শিখেছি, আইন আর গাইন দুইটাই দেশে আছে।
আইন হচ্ছে যা সংবিধিবদ্ধভাবে সকলের জন্য নির্ধারিত নির্দেশ। আর গাইন হচ্ছে এমন কিছু ব্যাবস্থা যা সংবিধিবদ্ধ না, কিন্তু আমরা দিনের পর দিন মেনে নিচ্ছি, মেনে চলছি।
দেশে রাস্তা আছে, রাস্তায় চলার আইন আছে। রাজপথের বাম পাশ দিয়ে গাড়ি চলবে, এটা আইন। বাম পাশ ভিড় জমে স্থির হয়ে গেলে, ডান পাশ দিয়ে বুক ফুলায়ে সরকারি গাড়ি ছুটবে এটা গাইন।
গাড়িপ্রতি বাৎসরিক হাজার পাঁচেক টাকা রাস্তার শুল্ক, পনেরো-ত্রিশ বা লাখ টাকা অগ্রীম আয়কর দিয়ে হালনাগাদ থাকতে হবে, এটা আইন। ধরা খেলেই ২০০ টাকা নগদে দিলে গাড়িতে আপনি থাকলেই হবে, কাগজপাত্তি থাকলো কিনা, তার চিন্তা নাই, এটা গাইন।
রাজপথের পাশে, ভবনে পর্যাপ্ত গাড়ি পার্কিং এর ব্যাবস্থা রাখতেই হবে, এটা আইন। পার্কিংবিহীন ভবনে বাধ্য হয়ে গিয়ে, গাড়িতে রেকার ক্লিপ খেয়ে ১২০০ টাকা গচ্চা দেয়া হচ্ছে গাইন।
সময় মত অফিসে ঢুকতে হবে, দেরি হলে তিন দিন লেট এর জন্য এক দিনের বেতন কাটা হবে, এটা আইন। কিন্তু সেই অফিস থেকেই কখন আপনি বের হবেন তার নাই ঠিক ঠিকানা, ছুটির দিনেও আধা রাত পর্যন্ত খেটে খেটে জিহবা ঝুলায়ে ফেলেও দেখবেন কেউ হিসেব করার নাই, এটা গাইন।
অন্যের সম্পদ, মানে বাড়ি গাড়ি ইত্যাদিতে আক্রমণ, ক্ষতিসাধন করা শাস্তিযোগ্য অপরাধ, এটা আইন। আমাদের নেতাকে সালাম দেয় নাই কেন, গতকালের ফাঁস হওয়া প্রশ্নে আজকে পরীক্ষা নেয়া হল না কেন, এই জাতীয় দাবীতে বিক্ষোভ করে রাস্তায় নেমে, সামনে যেই গাড়ি পাওয়া যাবে তা ধুনে দিয়ে ভর্তা করে দেয়া হবে, এটা গাইন।
শহরের রাস্তায় সরকারপ্রধান চলাচলের সময় সাধারণের চলাচল বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটা আইন। কিন্তু অভাগা এই শহরের উত্তর থেকে দক্ষিনে যাবার মোটে তিনটা পথের (নিউমার্কেট-গাবতলী সড়ক, ফার্মগেট-মিরপুর ১২ পর্যন্ত রোকেয়া স্মরণী, শাহবাগ-উত্তরা টঙ্গী সড়ক) তিনটাকেই বন্ধ করে সরকার প্রধান আবাসস্থল থেকে কর্মস্থলে যাবেন এটা গাইন।
সরকার সংসদে বসে এক বাজেট বিবরণীতে বলে দেবে, এই খাতে, অই খাতে ১৫% ভ্যাট সংযুক্ত করা হল, এটা আইন। কিন্তু ভ্যাট চালানের নামগন্ধবিহীন বিক্রেতাও বেশ মোঁচে তা দিয়ে ভ্যাটসহ দাম ধরে জিনিস বেচে দিবে, ভ্যাটের টাকা পকেটে ঢুকে যাবে, এটা হচ্ছে গাইন।
শিক্ষাক্রমের বই ক্লাসে পড়িয়ে শেখাবেন, এই মর্মে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়া হচ্ছে আইন। কিন্তু ক্লাস ৯ মাস হলেও, না বুঝতে পারা সেই বই কোচিং-এ ৩ মাসে শিখিয়ে দেয়া হয়, এর নাম গাইন।
লিখতে গেলে সারা রাত এমন অনেক উদাহরণ পাওয়া যাবে। এই দেশে আইন আর গাইন দুইই সমান মাপে বিদ্যমান।
দেশে সরকার আসে যায়, নতুন নতুন আইন হয়, কিন্তু গাইন দুর হয় না। উন্নত জাতি হতে হলে, আইনের প্রয়োগ আর গাইনের বিলোপ না হলে হবে না।
আইন গাইনের চিপায় শ্বাসরুদ্ধ নাগরিকের জন্য আরবীতে একটাই দোয়া, 'ইয়া নাফসি! ইয়া নাফসি!!'
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন