কোরবান আলির কোরবানির গরু

১০৭৯ পঠিত ... ২২:৪১, আগস্ট ৩১, ২০১৭

কার্টুন: তুলি

ঈদুল আজহা সমাগত প্রায়, তাই কোরবান আলি
ভাবিল, অচিরে কিনিব গরু দেখিয়া শক্তিশালী।

পকেটে ভরিয়া নগদ অর্থ একেলা চলিল হাটে
লক্ষ টাকার মোটাতাজা গরু কিনিয়া ফিরিব ডাঁটে। 

সকলে শুধাবে, দামখানি কত? ভালোই মারিলে দান!
কোরবান মৃদু হাসিবে কেবল, মুখেতে ভরিবে পান। 

বাড়ির গ্যারাজে দিব্যি থাকিবে গরুটি হাস্যমুখে
রাশি রাশি খড়-বিচালি খাইয়া জাবর কাটিবে সুখে 

পাড়ার সকলে দেখিতে আসিবে সেলফি তুলিবে কেহ
শিশুরা আসিয়া ভয়ে ভয়ে ছুঁয়ে দেখিবে গরুর দেহ। 

মুখেতে মুখেতে ঘুরিয়া ফিরিবে বিবিধ জল্পনায়
ভাবিল-দেখিল কোরবান আলি কত কী কল্পনায়। 

মানু্ষে পশুতে গাদাগাদি ভিড়ে সহসা অকস্মাৎ
লক্ষপতির গরুর স্বপ্ন হইল ধূলিসাৎ। 

তস্কর দল কোন সে তফাতে পকেট লয়েছে কাটি
কোরবান ভাবে, কোরবানি বুঝি হইল এবারে মাটি। 

বিফল চিত্তে ভগ্ন হৃদয়ে ফিরিয়া চলিল বাড়ি
পড়িয়া রহিল দেশি ও বিদেশি গরু-খাসি সারি সারি।

মনের গহিনে গায়েবি কণ্ঠ ধ্বনিত হইল, 'বোকা!
কোরবানি দে মনের পশুকে, বৃথাই খাসনে ধোঁকা।' 

কোরবানি তো ত্যাগ-পরীক্ষা প্রাণের প্রিয় ধন রে...
গরু ছাগল হইল কবে তোর সে প্রিয়জন রে?

১০৭৯ পঠিত ... ২২:৪১, আগস্ট ৩১, ২০১৭
 
 

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ


Top