দেশে ডেন্টিস্ট হিসেবে বাড়ছে পুলিশদের চাহিদা। জানা গেছে, ডেন্টাল হসপিটালে যাওয়ার পরিবর্তে দাঁত তোলার জন্য থানায় যাচ্ছে।
উগান্ডার এক থানায় দুই ছাত্রনেতার দাঁত তুলে ফেলার ঘটনার পর থেকে, দাঁতের চিকিৎসায় পুলিশদের উপর ভরসা করছেন সাধারণ জনগণ। মূলত সময় ও খরচ বেচে যায় বলেই মানুষের মাঝে ডেন্টিস্ট হিসেবে পুলিশের গ্রহণযোগ্যতা বেড়েছে।
রাজধানীর এক থানা থেকে দাঁতের সেবা নিয়ে এসে এমন এক দাঁতের রোগী বলেন, ‘কোনো খরচ নাই। সময়ও ওতো লাগে না। কী তাজ্জব ব্যাপার। আর ডেন্টিস্টরা একটা দাঁত তুলতে ৪-৫ হাজার টাকা নেয়। ওনারা টাকা ছাড়াই একসাথে ৪-৫টা তুলে দেয়।‘
এদিকে পুলিশের এই দাঁত তোলার ঘটনায় অন্তোষ দেখা গেছে দেশের আপামত ডেন্টিস্টদের মাঝে। এমনই এক ডেন্টিস্ট বলেন, ‘ওনারা আমাদের কাজ করতে যাবেন কেন? আমরা কি ওনাদের মতো মানুষের কাছে গিয়ে চা-নাস্তার টাকা চাই?’