অতিরিক্ত মোবাইল টেপাই এই গরমের কারণ: বাঙালি মায়েদের সমীক্ষা

৩১৯ পঠিত ... ১৪:৫৭, এপ্রিল ১৬, ২০২৩

Otirikto-mobile-tepa

সম্প্রতি বাঙালী মায়েদের এক সমীক্ষার মাধ্যমে জানা গেছে, দেশজুড়ে এই অসহ্য গরমের কারণ হচ্ছে অতিরিক্ত মোবাইল টেপা। বাসার ছেলে মেয়েদের অতিরিক্ত মোবাইল আসক্তিই বাড়িয়ে দিয়েছে গরম। সমীক্ষা থেকে আরও জানা গেছে, মোবাইল যদি কম টিপে তাহলেই কমে যাবে গরমের পরিমাণ, কমে যাবে শরীরের ঘাম এবং আরও অনেক কিছুই।

কেন মোবাইল টিপলেই বেড়ে যাচ্ছে গরম? মোবাইলের সাথে এই গরমের কী সম্পর্ক? এমন প্রশ্ন উঠালে এক বাঙালি মা জানালেন, ‘সারাদিন মোবাইলটা গুতায়। কোনো কাজ করতে বললে করতে পারে না কিন্তু দিন রাত মোবাইল ঠিকই চালাতে পারে। মনে হয় মোবাইলের ভেতর ঢুকে যাবে এখনই। সারাদিন এতো মোবাইল টিপলে তো গরম লাগবেই! একটু কাজ করুক, হাঁটাহাঁটি করুক, পড়াশোনা করুক, তাহলেই গরম লাগবে না।‘  

সমীক্ষার তথ্য থেকে জানা গেল, মায়েদের কথামতো পড়াশোনা, কাজ এমন নানান কাজ করলেই গরম পড়বে না। সারাদিন মোবাইল টেপা বন্ধ করে যাবতীয় কাজ করলেই কমে আসবে এই গরম। 

এই সমীক্ষা নিয়ে এক তরুণের অনুভূতি জানতে চাইলে সে বললো, ‘আম্মা যে কীসব বলে ভাই, আপনারাও এসব বিশ্বাস করেন। আমার মাথাব্যথা, পেটব্যথা, ঘুম হয় না, পড়া মনে থাকে না, সব সমস্যাতেই আম্মার এই এক সমাধান। মোবাইল না টিপলেই নাকি সব ঠিক হয়ে যাবে। তার এসব কথা আমলে নিয়ে আমাদের জীবন কষ্টকর বানিয়ে দেবেন না প্লিজ।‘ 

 

৩১৯ পঠিত ... ১৪:৫৭, এপ্রিল ১৬, ২০২৩

Top