২২ কোটি টাকার জিন থেরাপি বিনামূল্যে পেলো শিশু রায়হান, ক্ষুব্দ প্রতিক্রিয়া জানালেন দেশের কবিরাজরা

৬৯২ পঠিত ... ১৮:২১, অক্টোবর ২৬, ২০২২

22-koti-takar-injection

দেশের চিকিৎসাখাতে গতকাল রচিত হয়েছে এক নতুন মাইলফলক। দুরারোগ্য ব্যাধী ‘স্পাইনাল মাসল এট্রোপি’তে আক্রান্ত শিশু রায়হানকে জাতীয় নিউরোসায়েন্স হাসপাতালে দেয়া হলো জিন থেরাপি। জিন থেরাপির মূল্য ২২ কোটি টাকা হলেও বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের নোভার্টিস কোম্পানির সহায়তায় সম্পূর্ণ বিনামূল্যে এই থেরাপি পেলো রায়হান।

‘স্পাইনাল মাসল এট্রোপি’ একটি জিনগত রোগ। এ রোগে আক্রান্ত শিশুদের মাংসপেশি ক্রমাগত দুর্বল হতে থাকে। যার ফলে এসব শিশুরা বসতে বা দাঁড়াতে পারে না। তবে তাদের বুদ্ধিমত্তা ঠিক থাকে। পরবর্তীতে শ্বাসতন্ত্রের জটিলতার কারণে আক্রান্ত শিশুরা মৃত্যুবরণ করে।

রায়হানকে জিন থেরাপি দেয়ার মাধ্যমে চিকিৎসার এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করেছেন সংশ্লিষ্ঠরা।

কিন্তু রায়হানকে জিন থেরাপি দেয়ার ঘটনায় ক্ষুব্দ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন দেশের স্বনামধন্য কবিরাজরা। তারা বলছেন, জিন থেরাপির ঘটনা দেশে এটাই প্রথম নয়। তারা অনেক আগে থেকেই বিনামূল্যে সফলভাবে জিন থেরাপি দিয়ে আসছেন।

মানিকগঞ্জের বিখ্যাত কবিরাজ মানিক শাহ বলেন, ‘আমার পালা জিন আছে ৭৩টি। এর মধ্যে ৫০টা এনেছি কোহকাফ নগরী থেকে। ১০টা এনেছি কামরুপ কামাক্ষা থেকে। বাকিগুলা অরিজিনাল দেশি। এগুলোর মাধ্যমে আমি ইতিমধ্যে বিভিন্ন রোগের জিন থেরাপি দিয়েছি। কই? আমাকে নিয়ে তো কখনও সংবাদ প্রকাশিত হলো না।‘

সিলেটের নামকরা কবিরাজ সালাউদ্দিন শাহ বলেন, ‘আমি দীর্ঘ ৫০ বছর ধরে জিনের মাধ্যমে জাদুটোনা, স্বামী স্ত্রীর মনেল অমিল, প্রেমে ব্যার্থতা, ইত্যাদি জটিল ও কঠিন রোগের চিকিৎসা দিয়ে যাচ্ছি। কই? ২২ কোটি টাকা তো লাগে নাই। জিনের খাবারের জন্য শুধ কয়েক বোতল সরিষাতেল হাদিয়া নিয়েছি। আমাদের অবদানের তাহলে মূল্য কোথায়?’

বিদেশ থেকে জিন আনার ব্যাপারেও নিন্দা জানিয়েছেন কবিরাজরা। তারা বলেন, ‘এভাবে বিদেশ থেকে জিন নিয়ে আসলে দেশের জিনরা বেকার হয়ে পড়বে।‘

চট্রগ্রামের নাদির শাহ বলেন, ‘দেশের জিনরা কোনোভাবেই পিছিয়ে নেই। তাদের দক্ষতা এবং ক্ষমতা আন্তর্জাতিক মানের। কিন্তু তাদেরকে রেখে বিদেশ থেকে জিন আনলে দেশের জিনদের কর্মসংস্থান সংকুচিত হয়ে পড়বে।‘

তিনি আরও বলেন, ‘আমাদের স্টকে যে পরিমান জিন আছে তা দিয়ে দেশের প্রয়োজন মিটিয়ে বাইরেও রপ্তানী করা যাবে।‘

ভবিষ্যতে এভাবে দেশের বাইরে থেকে জিন নিয়ে আসলে আন্দোলনেরও হুমকি দেন কবিরাজরা।

শুধ তা-ই নয়, শিশু রায়হানের মেডিকেল বোর্ডে নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি তিনজন দক্ষ কবিরাজ এবং দুইজন শক্তিশালী দেশি জিন রাখার ব্যাপারেও স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তারা।

৬৯২ পঠিত ... ১৮:২১, অক্টোবর ২৬, ২০২২

Top