বাড়ির উঠানে কাশবনের চাষ করে লাখপতি আকাশ

৬৩০ পঠিত ... ১৫:৪৪, সেপ্টেম্বর ১৫, ২০২১

চলছে শরৎকাল। আর শরতের কথা মনে আসতেই যে ফুলের নাম মনে পড়বেই, সেটি হচ্ছে— কাশফুল। তবে এবার শরতে এক চমকপ্রদ তথ্য জানা গেলো বরিশালের আকাশ (২৮) নামের এক ব্যক্তি সম্পর্কে। আকাশ বাড়ির উঠানে কাশফুল চাষ করে ইতোমধ্যেই লক্ষ লক্ষ টাকা আয় করেছেন।

kashful

অভিনব এই উদ্যোগ সম্পর্কে আকাশের সাথে কথা বলতে গেলে তিনি জানান, 'প্রতিবছর অসংখ্য মেয়ে কাশফুলের সাথে ছবি তুলতে পারে না আশেপাশে কাশফুল না থাকার কারণে। সঙবাদ মাধ্যম eআরকিতে পড়েছি, অনেক প্রেমিকাও তাদের প্রেমিকদের সাথে ব্রেকআপ করে ফেলে কাশফুল দেখতে নিয়ে না যাওয়ায়। তাদের জন্যই আমার মূলত এই উদ্দ্যোগ। আমি একটি সুন্দর ভালোবাসাময় পৃথিবী চাই...'

বরিশালের শ্যামলডাঙায় বিশাল জায়গা জুড়ে এই কাশফুল বাগান। সেখানেই আকাশ তার মা (৬৬) এবং বোনকে (১৪) নিয়ে থাকেন। কাশফুল চাষ সম্পর্কে আকাশের মা জানান, 'আমার ছেলে অনেক পরিশ্রম কইরা এই বাগান চাষ করছে। সুন্দর সুন্দর মেয়েরা এইখানে ছবি তুলতে আসে৷ মাঝেমধ্যে আমার ছেলেও তাদের ছবি তুইলা দেয়। আমি ওদেরকে দেখতে দেখতে ভাবি, আহা! আমার ব্যাটার যদি অমন একটা বউ থাকতো...!'

এমন ভিন্নধর্মী উদ্যোগে দেশবাসীর কাছে ব্যাপক সাড়া পেয়েছেন আকাশ। বিভিন্ন জেলার মেয়েরা তাকে ক্ষুদে বার্তায় অভিনন্দন জানিয়েছেন। ময়মনসিংহের তিথি (২২) নামের একজন মেয়ে আকাশকে লিখেছেন, 'প্রিয় আকাশ ভাই, আপনার কাশফুলে উঠানের আইডিয়া অসাধারণ। অন্যান্য জেলায়ও এই উঠান কাশফুল বাগানের ব্রাঞ্চ করা অত্যন্ত জরুরি। নাহয় প্রতিবছর আমার মতো আরও অনেককেই ছবি তোলার জন্য কাশফুলের খোঁজে এক জেলা থেকে অন্য জেলায় দৌড়াদৌড়ি করতে হয়। ভীষণ পরিশ্রমের কাজ। আশা করি আমার কথাটা মাথায় রাখবেন...'

আকাশ মেয়েদের রেসপন্স দেখে দারুণ খুশি। তিনি আরও জানান, 'শীঘ্রই দেশের ৬৪ জেলায় ঘরে ঘরে উঠানে উঠানে কাশফুলের চাষ শুরু করবেন। উঠানগুলোতে ঢোকার জন্য একটা গেটের মতো থাকবে। এন্ট্রি ফি ১০ টাকা।'

৬৩০ পঠিত ... ১৫:৪৪, সেপ্টেম্বর ১৫, ২০২১

Top