বাজারে এলো জীবন বাঁচানো প্রযুক্তি: কালো ক্লিপ ফাইন্ডার

৩১৬ পঠিত ... ১৪:৫৭, এপ্রিল ১৭, ২০২৩

বাজারে-এলো

বাজারে হাজার হাজার প্রযুক্তি থাকলেও এখনও বাদ পড়ে আছে অনেক জীবন বাঁচানো প্রযুক্তিরা। তবে এই বাদ পড়া লিস্ট থেকেই এক ভুয়া সাইন্টিস্ট এবার বের করেছেন: কালো ক্লিপ ফাইন্ডার! কী হবে এই প্রযুক্তি দিয়ে? কেনই বা জীবন বাঁচবে এই প্রযুক্তির জন্য?

 

এমন প্রশ্ন করলে সেই ভুয়া সাইন্টিস্ট আমাদের বললেন,’এই প্রযুক্তি দিয়ে আমরা মেয়েদের কালো ক্লিপ সহজেই খুঁজে বের করতে পারব। আমি আমার এতো বছরের জীবনে দেখেছি আমার বান্ধবী, আম্মা, আপু, গার্লফ্রেন্ড, জাস্টফ্রেন্ড সবারই সব থাকলেও হারিয়ে যায় কালো ক্লিপ। এমনকি ১০ মিনিট আগে এক পাতা ক্লিপ কিনে এনে ২টা চুলে পরলে খুঁজে পাওয়া যায় না আর একটাও। এবং চুলের দুইটাও হারিয়ে যায়। তাই আমি সবার ভালোর জন্য এই প্রযুক্তি নিয়ে এসেছি।‘  

এমন প্রযুক্তির কথা রাতারাতি জানাজানি হয়ে যায় খোলা শহরে। তরুণীরা এই প্রযুক্তির কথা শোনা মাত্র লুফে নিয়েছেন একদম। কোথা থেকে কীভাবে কিনা যাবে সেই আলোচনাই চলছে ঘরে ঘরে।

পাশাপাশি পাড়ার এক টং দোকানে ছেলেদেরও বলাবলি করতে শোনা গেছে নানান কথা। এক তরুণ ফিস ফিস করে বলছিলেন,’প্রতিটা দাওয়াতের আগে নতুন নতুন কালো ক্লিপের পাতা লাগে। এত ক্লিপ যায় কই জিজ্ঞেস করলে বলে, খুঁজে পাই না। আমার তো মাঝেমধ্যে মনে হয় আমি ফকির হইছিই এসব ক্লিপ কিনে। তাই এই প্রযুক্তি আসায় আমার মনে একটা শান্তি কাজ করছে। খুব ভালো লাগছে।‘

৩১৬ পঠিত ... ১৪:৫৭, এপ্রিল ১৭, ২০২৩

Top