প্রিয় বস্তুকে বিয়ে: গণমানুষের প্রথম পছন্দ কোলবালিশ, আরও রয়েছে মোবাইল ও ল্যাপটপ

৪৭১ পঠিত ... ১৫:২৮, অক্টোবর ০৩, ২০২১

পৃথিবীতে কত উদ্ভট জরিপ হয়! সম্প্রতি তেমনই এক জরিপ চালিয়েছে eআরকি। জরিপের বিষয় ছিলো, মানুষ ব্যতীত পছন্দের বস্তুকে বিয়ে করার সুযোগ থাকলে কোন বস্তুকে বিয়ে করতেন?

Priyo-bostuke-biye (1)

২০০+ মানুষ কমেন্ট করে জরিপটিতে অংশগ্রহণ করে৷ সেখানে দেখা যায়, বিয়ের ক্ষেত্রে অধিকাংশ মানুষের পছন্দের শীর্ষে রয়েছে কোলবালিশ৷ দ্বিতীয় অবস্থানে আছে নিজের ব্যক্তিগত মোবাইল ও তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাপটপ। এছাড়াও সাইকেল, বাইক, আইফোন, ভ্যানিটি ব্যাগ, ট্রাভেল ব্যাগ, গাড়ি, হ্যাডফোন রয়েছে সেরা দশে৷

কোলবালিশের জনপ্রিয়তার পেছনের কারণ হিসেবে তরুণ-তরুণীরা প্রাধান্য দিচ্ছে কমফোর্টকে। রাতের পর রাত কোলবালিশকে জড়িয়ে ধরে থাকলেও তার কোন অভাব-অভিযোগ নেই। জন্মদিন মনে রাখতে হয় না, গিফট দিতে হয় না। এমনকি কোলবালিশকে ধরলে সুড়সুড়ি না লাগাকেও প্রাধান্য দিয়েছেন অনেকে৷

কোলবালিশের সাথে দীর্ঘদিন লিভ টুগেদার করা এক তরুণ ও এক তরুণীর সাথে কথা বলি আমরা। তরুণটি বলেন, 'শুধু বউ না, প্রেমিকা হিসেবেও কোলবালিশ ইজ বেস্ট৷ আজ ১৭ বছরের লিভ টুগেদার আমাদের। এখনও একবারও বিয়ের জন্য চাপ দেয় নাই।'

তরুণীটির সাথে কথা বললে তিনি বলেন, 'কোলবালিশের মাঝে সন্দেহবাতিকতা নেই৷ অন্যপাশ ফিরেও শোয়া যায়। কোলবালিশকে বাসায় রেখে রাতে বন্ধুর বাসায় আড্ডা দেয়া যায়। পাশ ফিরে প্রেমিকের সাথেও কথা বলা যায়। সন্দেহ করে না। সবচেয়ে বড় কথা, কোলবালিশের গায়ে গন্ধ নেই।'

মোবাইলের ক্ষেত্রে সহজে বহন করার বিষয়টিকে গুরুত্ব দিয়েছে তরুণ-তরুণীরা৷ কোলবালিশকে সবসময় খাটেই রাখতে হয়৷ কোনদিন যদি সোফায় ঘুমানো লাগে কিংবা ক্যাম্পিং করতে দূরে কোথাও তাবুতে রাত কাটাতে হয় সেখানে পাওয়া যায় না প্রিয় কোলবালিশকে। সবচেয়ে বড় সমস্যা টয়লেটে নেওয়া যায় না৷ এইসব ক্ষেত্রে এগিয়ে মোবাইল। মোবাইলকে বেছে নেয়ারা বলেন, 'বিয়ে করবো তো শুধু বাসায় রেখে দেওয়ার জন্য৷ ঘরে, বাইরে সব জায়গায়ই তাকে চাই৷ এমনকি কোষ্ঠকাঠিন্যের দিনগুলোতেও। সেজন্যই আমাদের পছন্দ মোবাইল।'

৪৭১ পঠিত ... ১৫:২৮, অক্টোবর ০৩, ২০২১

Top