একাই হানিমুন সারলেন মুন্নি

১৬৭ পঠিত ... ১৭:১৮, মে ০৯, ২০২৩

একাই-হানিমুন-সারলেন-মুন্নি

এবার একাই হানিমুন শেষ করলেন মুন্নি নামের এক তরুণী। দীর্ঘদিন বিয়ে করার মতো কাউকে না পেয়ে শেষমেষ এমন কাণ্ড করে বসলেন মুন্নি।

হানিমুনে একা কক্সবাজার, সেন্টমার্টিন, মায়ানমার ঘুরে এসেছেন এই তরুণী। থেকেছেন ফাইভ স্টার হোটেলের হানিমুন কটেজেও। সাজিয়েছেন বিছানা। সেই ফুলেল বিছানার উপর একাই থেকেছেন। খেয়েছেন লেট নাইট কফিও। হানিমুন দেখে একাই খেয়েছেন দুই কাপ কফি।

মুন্নি বলেন, ‘সিগারেট আফটার সেক্সের জন্য সিগারেটও নিয়ে গেছিলাম। একসাথে দুইটা ধরাইছি।‘

মুন্নির বন্ধুরা যদিও বিষয়টি নিয়ে খুব একটা চিন্তিত নন। বিষয়টি নিয়ে ফেক আইডি থেকে মুন্নির এক বান্ধবী জানান, ‘মুন্নি নিজেকে নার্সিসিস্ট হিসেবে দাবি করতো। ওর পক্ষেই এমনটা সম্ভব। তবে ও একা না গিয়ে আমাকে সাথে নিতে পারতো।‘

একা হানিমুনের সুবিধার কথা জানাতে গিয়ে মুন্নি বলেন, ‘জিনিসটার অনেক সুবিধা। সবচেয়ে বড় সুবিধা হলো, একা হানিমুনে গেলে গোসল না করলেও চলে।‘

 

১৬৭ পঠিত ... ১৭:১৮, মে ০৯, ২০২৩

Top