হঠাৎ করে উত্তর ঢাকার কমিউনিটি সেন্টারগুলোর উপর দিয়ে বয়ে যাচ্ছে বিয়ের স্রোত। একের পর এক বিয়ে দুমড়ে মুচড়ে পড়ছে সেন্টারগুলোর উপর। হঠাৎ করে এমন বিয়ের ঝড়ের কারণ খুঁজতেই আজকে বাসা থেকে বের হয়েছে আমাদের এক অকর্মা প্রতিবেদক।
এই অকর্মা প্রতিবেদক উত্তরার এক কমিউনিটি সেন্টারের মালিকের সাথে কথা বলে। তিনি আমাদের জানান, ‘এতোদিন আমার এখানে একদমই চাপ ছিল না। সাধারণ নিয়মেই বিয়ে-শাদি হচ্ছিলো, তো হচ্ছিলো না। হঠাৎ করে দক্ষিণ ঢাকাতে কে বাত্যকর্ম করলো নাকি কি করলো আমার এদিকে বিয়ের স্রোত বেড়ে গেছে! আমি তো এখন শিডিউল আকারে সেন্টার ভাড়া দিচ্ছি। ভোর ৫টা থেকে বিয়ে শুরু হয়ে রাত ১২টার মধ্যে মোট ৫টা বিয়ে সম্পন্ন করছি।‘
ওই সেন্টার থেকে নেমে রাস্তায় দাঁড়াতেই মুখোশ পরা একজন এসে বললেন, ‘এগুলা বাত্যকর্ম ফর্ম কিছুই না ভাই। উনি জান বাঁচাইতে বলছে। আসলে, দক্ষিণ ঢাকায় বিয়ের উপর কর ধার্য করছে। তাই দক্ষিণ ঢাকার সব মানুষজন গোপনে এদিকে এসে বিয়ে সেরে নিচ্ছে। ওদিকে বিয়ে করলে তো টাকা দেয়া লাগবো। আরেকটা কথা বলে রাখি শুনেন কাউরে বইলেন না। আমি এমনিতে ৩টা বিয়ে করছিলাম, এখন কোনো বউ-ই থাকে না। চিন্তা করেন আমি কি বাঁচা বাঁচলাম। আমি যদি দক্ষিণ ঢাকায় থাকতাম, তাহলে তো ফকির হয়ে যেতাম।‘