গরমে গলে যাচ্ছে ক্রাশদের মন, খুশির জোয়ার সিঙ্গেল সমাজে

১৩৫ পঠিত ... ১৭:২৩, এপ্রিল ২৮, ২০২৪

8

তীব্র গরম সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুললেও শাপে বর হয়েছে সিঙ্গেলদের জন্য। রাস্তার পিচের মতো গলতে শুরু করেছে তাদের ক্রাশদের মন। হুট করেই গরমে আর থাকতে না পেরে গলতে শুরু করেছে ক্রাশদের মন এমনটাই জানিয়েছেন বসিলানিবাসী পিয়াস নামের এক তরুণ। বলতে বলতে তাকে বেশ উৎফুল্লও দেখা যায়।

বিষয়টির বৈজ্ঞানিক কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাতীয় ক্রাশ রিসার্চ ইন্সটিটিউটের এক গবেষক বলেন, ‘বর্তমান সময়ের ক্রাশদের মন খুব নাজুক, নব্বই দশকের ক্রাশদের মন ছিল পাথরের মতো পাশাপাশি সে মনগুলো তৈরিতে ব্যবহার করা হতো ভালোমানের বিটুমিন। অন্যদিকে Gen-Z জেনারেশনের এই ক্রাশদের মন বাংলাদেশের রাস্তার মতো ভেজাল বিটুমিন দিয়ে তৈরি করা হয় বিধায় সেগুলো বেশি চাপ নিতে পারে না।’ 

অন্যদিকে হুট করে গণহারে এভাবে ক্রাশদের মন গলায় সিঙ্গেল সমাজে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। বিষয়টিকে উদযাপন করতে শাহবাগ বিশ্ববিদ্যালয় সিঙ্গেল এসোসিয়েশন শাখা আনন্দ মিছিলের পাশাপাশি বন্ধুদের মাঝে সা-সপ এবং সিঙ্গারা বিতরণ করেছেন বলে জানা যায়।

তবে ক্রাশদের মন এভাবে গলতে থাকায় ক্রাশসমাজের এমন অধঃপতন মেনে নিতে পারছেন না সিনিয়র এবং সাবেক ক্রাশরা। নিজের ফেক ইমো দিয়ে প্রবাস থেকে এমনই এক সাবেক ক্রাশ আমাদের বলেন, ‘কোথায় যাচ্ছে আজ যুবসমাজ, আমাদের সময় ৪/৫ জন কে কমপক্ষে ৭/৮ বছর ঘুরিয়ে তারপর আমরা গলতাম আর এখনকার পোলাপানের মন সামান্য হিটওয়েভেই গলে যায়। এভাবে চলতে থাকলে সিঙ্গেলদের কাছে আমাদের সম্মান কিছুই থাকবে না।’

১৩৫ পঠিত ... ১৭:২৩, এপ্রিল ২৮, ২০২৪

Top