ব্রেকাপ করলে জানুয়ারিতেই করার অনুরোধ প্রেমিক/প্রেমিকা সমাজের

১৪৩ পঠিত ... ১৭:৫০, জানুয়ারি ২৭, ২০২৪

আর ৫ দিন পরঈ ফেব্রুয়ারি মাস। প্রিয় এই মাস নিয়ে প্রেমিক/প্রেমিকাদের থাকে অনেক পরিকল্পনা। ফাল্গুন থেকে শুরু হয়ে ভ্যালেন্টাইন উইক, বসন্ত, ২১শে ফেব্রুয়ারি—সবকিছু নিয়েই থাকে হাজারটা প্ল্যান। কিন্তু প্ল্যান থাকার পরও ব্রেকাপের কবলে অনেকের ফেব্রুয়ারি হয়ে যায় একদম সাদামাটা। এবার এই সমস্যা থেকে বাঁচতে দেশের প্রেমিক/প্রেমিকা সমাজ পার্টনারদের অনুরোধ করেছেন—ব্রেকাপ করলে যেন জানুয়ারিতেই করে ফেলে।

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে এক প্রেমিক বলেন, ‘জানুয়ারিতে যদি হওয়ার কথাই থাকে তাহলে জানুয়ারিতে হয়ে যাওয়াই ভালো। এতে নতুন পার্টনার খুঁজতে কয়েকদিন সময় বেশি পাওয়া যায়। হুট করে ফেব্রুয়ারির ৫ তারিখে এসে ব্রেকাপ করলে তো সমস্যা। সব প্ল্যান নষ্ট। ফেব্রুয়ারি কাটাতে হয় একা একা। বিষয়টি তো সমস্যাজনক। এটার আসলে একটা সুরাহা হওয়ার দরকার।‘

বিষয়টি সমর্থন করে এক তরুণী বলেন, ‘গত বছরও আমার ফেব্রুয়ারির ৬ তারিখে ব্রেকাপ হইছে। জাস্ট ভ্যালেন্টাইন উইকের আগে। কোনো শত্রুরও যেনো এমনটা না হয়। ব্রেকাপ করলে জানুয়ারিতেই করা উচিৎ। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে ব্রেকাপের উপর নিষেধাজ্ঞা রাখা দরকার।‘

এমন নিষধাজ্ঞার পাশাপাশি কেউ যদি ব্রেকাপ করে তাহলে সে যেন ‘তুমি আমার চেয়ে ভালো কাউকে ডিজার্ভ করো’ বলার পাশাপাশি সেই ভালো কাউকে খুঁজে দিয়ে যায়।

১৪৩ পঠিত ... ১৭:৫০, জানুয়ারি ২৭, ২০২৪

Top