প্রাক্তনকে ক্ষমা করা দিবসে ফাহিমকে ক্ষমা করল সাদিয়া, সানজিদা, লামিয়া অ্যান্ড 69 others

২৬৬ পঠিত ... ১৭:৪৬, অক্টোবর ১৭, ২০২৩

Prakton-ke-khoma

আজ প্রাক্তনকে ক্ষমা করা দিবস। কেউ কেউ দিবস মেনে ক্ষমা করে দিচ্ছেন নিজের প্রাক্তনকে আবার কেউ প্রাক্তনের কথা মনে পড়ায় আছেন একরাশ বিষণ্ণতায়। এদিকে এই দিবসকে সামনে রেখে প্রাক্তনকে ক্ষমা করে দেয়ার প্রতিযোগীতায় নেমেছেন অনেকে। সবার সাথে সাথে ক্ষমা পেলেন ধানমন্ডির ফাহিমও। তবে, একজন নয়, দুজন নয়, ৭০ জনেরও বেশি তরুণীরা ক্ষমা করেছেন ফাহিমকে।

ফাহিমের ফেসবুক ওয়ালে গিয়ে দেখা যায় সেখানে প্রাক্তনদের ক্ষমা করে দেয়ার পোস্টের ছড়াছড়ি। প্রায় ৭০ জনের মতো প্রাক্তন ফাহিমকে ক্ষমা করে দেয়ার কথা জানিয়েছে পোস্ট করেছেন ফাহিমের টাইমলাইনে। ফাহিমের এক সময়ের প্রেমিকা সাদিয়া লিখেছেন, ‘তুমি আমার এক্স ছিলে না ফাহিম, তুমি ছিলে আমার টিচার। অনেক কিছু শিখেছি তোমাকে ভালবাসার পর। এতো কিছু শিখিয়েছো যে, তোমাকে ক্ষমা করতে মন থেকে সায় পাই না, তবু আজ তোমাকে ক্ষমা করে দিলাম।‘

সাদিয়ার পর একে একে সানজিদা, লামিয়া এবং আরও ৬৯ জন ফাহিমকে ট্যাগ করে ক্ষমা করে দেয়ার কথা জানিয়েছেন। এতগুলো ক্ষমা পাওয়ার পর ফাহিমের অনুভূতি কি জানতে চাইলে ফাহিম আমাদের বললেন, ‘ওরা সবাই ক্ষমা করছে দেখে ভালো লেগেছে। কিন্তু ঝামেলা হলো, ওদের ক্ষমার পোস্ট দেখে আমার বর্তমান গার্লফ্রেন্ডও আমাকে প্রাক্তন হিসেবে ক্ষমা করে দিয়েছে। এতো ক্ষমা আমি কোথায় রাখবো?' 

২৬৬ পঠিত ... ১৭:৪৬, অক্টোবর ১৭, ২০২৩

Top