ফ্ল্যাট বানানোর জন্য চাঁদে জমি কিনলেন লিটন

১৩৪৪ পঠিত ... ১৫:২৮, সেপ্টেম্বর ২৫, ২০২১

chad liton

বাংলাদেশে মানুষের চাঁদে জমি কেনার হিড়িক দেখে এবার জাগ্রত হলেন দেশবিখ্যাত ফ্ল্যাট মালিক লিটন। eআরকিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'জমিটা কিনেই ফ্ল্যাটটা বানায়ে ফেলবো, লুনার কমিটির কাছে এপ্লিকেশন দিছি...'

তিনি আরও জানান, 'চাঁদে মানুষের আনাগোনা বাড়ছে। এখন বিবাহবার্ষিকীকে চাঁদে জমি উপহার দেয়, আর দশ বছর পরে চাঁদে সবাই কাপল ট্যুরে যাবে। তখন ধরেন, ইয়ে মানে থাকার জায়গা বা রিসোর্ট টিসোর্ট তো লাগবে... আর রিসোর্টে বুঝলেন খরচ-টরচ খুব বেশি... জানেনই তো। আর কাপল দেখলে যে ব্যবসাটা করে... কী আর বলবো... ব্যাপার না, মধ্যবিত্ত মানুষের জন্য আমার লিটনের ফ্ল্যাট সবসময় খোলা!'

তবে উচ্চবিত্ত ও নিম্নবিত্তদের জন্যও আলাদা প্যাকেজ থাকবে বলে জানান লিটন। ফরেনারদের জন্যও থাকতে পারে সুবিধা, এমনটা জানিয়ে তিনি বলেন, 'চাঁদে জমি দেখতে গিয়ে খেয়াল করলাম, আমেরিকা চীনের মানুষজন ওখানে বেশি, উনাদের জন্যও তাই বিনোদনের ব্যবস্থা রাখতে চাই। দেশ আর পৃথিবীর সীমানা ছাড়ায়ে চান্দে ব্যবসা, একটা ব্যাপার আছে না!'

লোকেশন কোথায় জানতে চাইলে তিনি বলেন, 'চাঁদে ঢুকতে ডানে বড় রাস্তার শেষে একটা চায়ের দোকান আছে। আর্মস্ট্রং টি স্টল। ওইটার বামের চিপায় একটা গলি ঢুকছে, ওইখানে যাবেন। আসলে চাঁদের বুড়ির কাছ থেকে একটু দূরে গেলাম। বয়স্ক মানুষ, কাপল দেখলেই খুব প্যারা দেয়... উনার থেকে যত দূরে থাকা যায়, তত ভালো... আর আপনারাও আসার সময় এতো হৈ হুল্লোড় কইরেন না... সাইলেন্স...'

জানা গেছে, জমি কেনার ডকুমেন্টস হাতে পেলেই তেতাল্লিশ জন মিস্ত্রির একটি স্পেসশিপ চাঁদে পাঠাচ্ছেন লিটন। এখন শুধু ডকুমেন্টেসের অপেক্ষা...

১৩৪৪ পঠিত ... ১৫:২৮, সেপ্টেম্বর ২৫, ২০২১

Top