সিনেমা শুধু বিনোদনের জন্য নয়, কখনো কখনো মানুষের জীবনও রক্ষা করে সিনেমা। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটছে মতিন নামের একজনের সাথে। হলিউড সিনেমা দ্য ম্যাট্রিক্সের সবগুলো পার্ট দেখা থাকায় জীবন রক্ষা পেলো তার।
জানা যায়, মতিনের দিকে ধেয়ে আসা একটা প্রাণঘাতী পাতিলের হাত থেকে বাঁচতে ম্যাট্রিক্সের কৌশলের মাধ্যমে পেছনের দিকে ঝুঁকে পড়ে প্রাণে বেঁচে যান মতিন৷
এ বিষয়ে মতিনের সাথে বললে জানা যায়, অনেক ছোটবেলায়ই সে ম্যাট্রিক্স দেখা শুরু করে৷ এরপর ধীরে ধীরে ম্যাট্রিক্স ইউনিভার্সের নিও দ্বারা প্রভাবিত হতে শুরু করে সে। একসময় সে বুঝে যায়, পৃথিবীর যাবতীয় নিয়ম সবই আসলে ভূয়া, একটি আর্টিফিশিয়াল সিমুলেশন দ্বারা এইসব আমাদের সামনে প্রদর্শন করা হচ্ছে। তখন থেকেই নিয়ম ভাঙ্গার শুরু মতিনের৷ এলাকায় তার নাম হয়ে যায় 'ম্যাট্রিক্স মতিন'।
মায়ের হাত থেকে ছুটে আসা জুতা, বেলন কিংবা শিক্ষকের হাত থেকে ছুটে আসা চক, ডাস্টারকে দক্ষতার সহিত মোকাবেলা করতেন মতিন। যার সর্বশেষ সাফল্য বউয়ের হাত থেকে ছুটে আসা প্রাণঘাতী পাতিলকে প্রতিহত করা৷
কথায় কথায় ছোটবেলার একটি স্মৃতিও জানান মতিন। মতিন বলেন, 'ছোটবেলায় একবার এক স্যার চক ছুড়ে মারছিলো। আমি তো নিয়ম জানি তাই ভাঙতেও পারি। চক আর আমার গায়ে লাগেনি। কিন্তু দেয়াল আঘাত করে সেই চক গিয়ে আবার শিক্ষকের গায়েই লেগেছে। স্যার তো আর নিয়ম জানে না। হিহি।'
তবে মতিনের এমন প্রতিভা সম্পর্কে জানতে চাইলে মতিনের গ্রামের এক চাচা বলেন, 'মতিন্না তো মেট্রিকই পাশ করে নাই৷ ওয় আবার মেট্রিক মতিন ক্যামনে হইলো!'