এবার সারেগামাপা-তে অডিশন দিতে যাচ্ছেন জায়েদ খান

২৯৩ পঠিত ... ১৬:৫৫, মে ২২, ২০২৩

Zayed-khan

জি বাংলার বিখ্যাত গানের শো, সারেগামাপা। ভারত, বাংলাদেশের বিভিন্ন তরুণ, তরুণী যাদের গলায় আছে জাদু, তারা এখানে নিজেদের গলার জাদু দেখাতে যান। এবারও একদম তাই হচ্ছে, এক অসত্য মাধ্যমে জানা গেছে, বাংলাদেশের হয়ে জায়েদ খান যাচ্ছেন সারেগামাপা-র অডিশনে।

 

এ ব্যাপারে সত্যতা নিশ্চিত করতে জায়েদ খান তার ফেক আইডি থেকে আমাদের, ওরে নীল দরিয়া… গানের দুই লাইন গেয়ে শোনালেন এবং বললেন, ‘আমি এতো ভালো গান করি যে নিজেকে আর আটকে রাখতে পারলাম না। ওইদিন একটা ইন্টারভিউতে গান করেছি, এরপর থেকেই মেয়েরা সব ইনবক্সে হুমড়ি খেয়ে পরেছে। এতো সুন্দরী মেয়েরা রিকোয়েস্ট করলে না রেখে পারা যায় নাকি? তাই আমি সবার রিকোয়েস্টেই এবার অডিশন দিতে যাচ্ছি। তবে আমার দৃঢ় বিশ্বাস এসব অডিশন ফডিশন লাগবে না। আমার গানের যা গলা, প্রথম দিনেই ট্রফি নিয়ে আসার সম্ভাবনা আছে।‘

এদিকে সারেগামাপা থেকেও আমাদের একজন জানালেন, ‘আমরা জায়েদ খানকে পেলে খুবই খুশি হবো। উনার মতো ট্যালেন্টেড কেউ যদি আমাদের মঞ্চে একবার আসে তাহলে আমাদের মঞ্চ উজ্জ্বল হয়ে যাবে। আলোয় আলোকিত হয়ে থাকবে।‘

তারা আরও জানান, জায়েদ খানের জন্য এক স্পেশাল, ভিআইপি সিটের ব্যবস্থা করে রাখা হয়েছে। তাকে আর সবার মতো স্টেজে বসিয়ে না, একটা সাউন্ড প্রুফ রুমে একা বসিয়ে গান গাওয়ানো হবে।‘

 

২৯৩ পঠিত ... ১৬:৫৫, মে ২২, ২০২৩

Top