পিলো কাভারে হচ্ছে না, মেয়েরা এখন চায় জায়েদ খানের ছবি দেয়া কোলবালিশও

৩১০ পঠিত ... ১৭:০৮, জুন ১১, ২০২৩

পিলো-কাভারে

জায়েদ খানের ছবি দেয়া পিলো কাভারের ছড়াছড়ি চারিদিকে। এক রাতে ৫ হাজার কাভার ছাপানোর পরপরই সেল হয়ে গেছে প্রতিটা কাভার। মুহুর্তের মধ্যে সোল্ড আউট! আবার নতুন কাভার বানানো শুরু করলেও এবার এসেছে ভিন্ন মতামত। পিলো কাভারের পাশাপাশি জায়েদ খানের ছবি দেয়া কোলবালিশও চান তরুণী সমাজ।

 

‘জায়েদ খান পাগল তরুণী সংস্থা’ থেকে এক তরুণী আমাদের বললেন, ‘আমরা জায়েদ খানের রিয়েল ফ্যান। তিনি ফেমাস হওয়ার আগে থেকেই আমরা তাকে ফলো করছি। প্রতিদিন তাকে মেসেজ করি, তার সাথে ডেটে যেতে চাই, দেখা করতে চাই, বিয়ে করতে চাই। কিন্তু তাকে পাওয়া তো সম্ভব না। তার বিকল্প হিসেবে তার ছবিসহ পিলো কাভার পেয়ে আমরা খুবই খুশি। আমরা সবাই এখন তাকে মাথার নিচে রেখে ঘুমাচ্ছি। কিন্তু আমরা তো তাকে বুকে জড়িয়েও থাকতে চাই। আর এই বুকে জড়ানোর জন্যই লাগবে জায়েদ খানের ছবিসহ কোলবালিশ।‘

আরেক তরুণীর সাথে কথা বলতে চাইলে তিনি জায়েদ খানের ছবিতে চুমু খেতে খেতে আমাদের বলেন, ‘আমি তাকে সারারাত এভাবে বুকে আগলে রেখে চুমু খেতে চাই। কিন্তু এই চুমু খাওয়ার জন্য আমার চাই একটা কোলবালিশ। মাথার বালিশ তো আর বুকে নেয়া যায় না। কোলবালিশ হলে আমি প্রতিরাতে তাকে চুমু খাব। সে আমার স্বপ্নের রাজকুমার।‘

৩১০ পঠিত ... ১৭:০৮, জুন ১১, ২০২৩

Top