বাংলাদেশে কান্নার অভিনয়ে সবচেয়ে সেরা কে? শাবনুর নাকি মেহজাবিন? এই প্রশ্ন হয়তো একদিন উঠবে। কিন্তু সেই মেহজাবিন নাকি পারফেক্ট না! এমন কথা কি মানা যায়? তবু এমনটাই হয়েছে।
বড়ছেলেখ্যাত এই অভিনেত্রী আছেন ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময়ে। টিভি নাটক, ওটিটি, ইনস্টাগ্রাম, টিকটক, সবখানে যার উপস্থিতি, যাকে বলা যায় এন্টারটেইনার জগতের এবিডি বিলিয়ার্স। মানে ৩৮০ ডিগ্রি এন্টারটেইনার। সেই মেহজাবিনই কিনা পারফেক্ট নন!
এমন কথাই বলেছেন, মেহজাবিন নিজে। গতকাল কলকাতার ভারত থেকে এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। তিনটি ছবি আপলোড করে তিনি বলেন, ‘I am not perfect but my outfits are’। সাথে জুড়ে দেন দুটি লাভ ইমোজি।
নিজেকে কেন পারফেক্ট বলছেন না মেহজাবিন? এমন প্রশ্ন নিয়ে আমরা মেহজাবিনের বাসার উদ্দেশ্যে রওনা দিতে চাইলেও সিএনজি ভাড়ার অভাবে পারিনি। শেষমেষ মেহজাবিনের ৩ শত ফেক আইডি থেকে বিশ্বস্ত একটি ফেক আইডিকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘পৃথিবীর কোন মানুষই পারফেক্ট না। না আমি, না আপনি, না কেউ। জীবনের এই অমোঘ দর্শনটাই আমি বুঝাতে চেয়েছি।‘
(দেশের কোনো বিনোদন সাংবাদিক এখনও মেহজাবিনকে নিয়ে এই সংবাদটি করেনি দেখে বাধ্য হয়ে আমাদেরই করতে হলো)