ব্যাচেলর পয়েন্টের জনপ্রিয় মুখ ‘হাবু’ বিয়ে করেছেন গতকাল। হাবু ভাইয়ের বিয়েতে ব্যাচেলর পয়েন্টের সবাই কিছু না কিছু গিফট করেছেন। এমনকি গিফট করেছেন কাবিলাও! একদম নতুন, ঝকঝকে, স্টিকার লাগানো আইফোনের বক্স গিফট করেছেন তার প্রিয় হাবু ভাইকে। আইফোনের বক্সে কোনো আইফোন না পেয়ে দুঃখে কান্নায় ভেঙে পড়লেন হাবু ভাই।
তখনই কাবিলা তাকে বলল, ‘আরে রে হাবু ভাই তুমি কানতেছ কেন! আইফোন তো আছে, বক্সে নাই দেইখা আইফোন নাই নাকি? আইফোন আছে। তুমি খালি বিয়াটা শেষ করো, বাসর রাইতটা কাটাও, দেখবা আইফোন ডেলিভারি হয়া গেছে। এমন বাচ্চাদের মতো কান্না করার কী আছে? আমি কাবিলা তো এখনও বাঁইচা আছি, আমি থাকতে তোমার আইফোন কই যাইব! এখন দেখি কান্না থামায়া আরেকটা রোস্ট দেও আমারে।‘
কাবিলার এমন কাণ্ড দেখে অবাক হননি ব্যাচেলর পয়েন্টের কোনো ফ্যানই। এক ফ্যান জানালেন, ‘কাবিলা তো এমনই। কাবিলা এগুলা না করলে কে করবে!’
আরেক গোপন সূত্রের মাধ্যমে জানা গেছে, ব্যাচেলর পয়েন্টের সবার থেকে এমন উদ্ভট উদ্ভট গিফটই পেয়েছেন হাবু ভাই। বিছানার চাদর, ডিনার সেট, স্যুপ সেট এগুলো ছাড়া কিছুই জোটেনি কপালে!