ব্যাচেলর হয়ে যাওয়ায় বিল গেটসকে বাসা ছাড়ার নোটিশ দিয়েছে বাড়িওয়ালা

১৫৪৭ পঠিত ... ১৭:৩০, মে ০৫, ২০২১

bill-gates-bachelor

মেলিন্ডার সাথে ডিভোর্স হয়ে যাওয়ার পর তরুণী সমাজে বিল গেটসের জনপ্রিয়তা বাড়লেও বাড়িওয়ালা সমাজে কমেছে। বিল গেটসের বাড়িওয়ালা গতকাল রাতেই তাকে সামনের মাসের মধ্যে বাসা ছাড়ার নোটিশ দিয়েছেন।

বাড়িওয়ালার সাথে কথা বলে জানা যায়, 'বিল গেটসদের অ্যাপার্টমেন্টে ৬০ টি পরিবার থাকে। তার মধ্যে ৬২টি পরিবার ব্যাচেলর রাখা নিয়ে অভিযোগ দিয়েছে। সেজন্য বিল গেটসকে এই মাসের ৩৯ তারিখের মধ্যে বাসা ছাড়ার নোটিশ দিয়ে দিয়েছেন তিনি।'

পাশাপাশি যে কয়দিন বাসায় থাকবেন সে কয়দিন বিল গেটসের ছাদে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

বিল গেটসের বিষয়ে বাড়িওয়ালা বলেন, 'আগে লোকটা ভালো আছিলো। পরশু থেইকা মনে হচ্ছে লোকটার আলুর দোষ আছে। ঘনঘন ছাদে যাইতেছে। এখানে সেখানে বিড়ির সুকা ফেলতেছে। কালকে তো দেখলাম, ছাদে দাঁড়িয়ে আমার মেয়ের দিকে তাকিয়ে হাসছে।'

শেষ খবর পাওয়া পর্যন্ত বিল গেটসকে ফার্মগেট ওভারব্রিজের নিচে দেখা গেছে। ফার্মগেটের কোন মেসে সিট খালি আছে কী না জানতে চেয়ে বিল গেটস বলেন, 'মেস না হইলেও সমস্যা নাই। হোস্টেল হলেও হবে। পানির বিল কারেন্ট বিল গ্যাসের বিল... কোনো বিল দিতেই আমার সমস্যা নাই। শুধু দক্ষিণের একটা উইন্ডোজ, মানে জানালা থাকলে সুবিধা হয়। তবে যদি একটা চিলেকোঠা পাইতাম খুব ভালো হইতো।'

১৫৪৭ পঠিত ... ১৭:৩০, মে ০৫, ২০২১

Top