রেলওয়ের মাধ্যমে হাওয়ার টিকেট বিক্রির আবেদন

৫১৭ পঠিত ... ১৭:৩২, জুলাই ৩১, ২০২২

Hawar-ticket-black

চলছে হাওয়া। পাওয়া যাচ্ছে না টিকেট। টিকেটের জন্য চারপাশে হাহাকার। এমতাবস্থায় হাওয়ার টিকেটের সুষম বণ্টন নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের মাধ্যমে হাওয়ার টিকেট বিক্রির অনুরোধ জানিয়েছেন মফিজ নামের একজন।

মফিজ বলেন, ‘ইন্টারনেটে টিকেট পাচ্ছি না। হাওয়াও দেখতে ইচ্ছে করছে। বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের হাওয়া যদি কোনভাবে এই হাওয়ায় লাগানো যায় তাহলে অন্তত ব্ল্যাকে হলেও টিকেট পাবো। টাকাও রেডি রাখছি।‘

বাংলাদেশ রেলওয়ের টিকেট সিস্টেমের অতীত সাফল্য হাওয়ার ক্ষেত্রে কাজে লাগবে বলে ধারণা করছেন অনেকে। অনলাইনে কাটতে না পারলেও ব্ল্যাকে ভালো দামে পাওয়া যাবে তাদের বিশ্বাস।

রেলওয়েতে চাকরিকৃতদের আত্মীয়-স্বজনরাও এমন দাবি তুলেছেন বলে জানা যায়। রেলওয়ের এক কর্মকর্তার এমন এক আত্মীয় বলেন, ‘এমন সিস্টেম চালু হলে ভালো হয়। নিজেকে রেলমন্ত্রীর স্ত্রীর ভাগ্নের পরিচয় দিয়ে বেশ কিছু টিকেট ব্যবস্থা করতে পারবো।‘

একটা উন্নত দেশে সিনেমার টিকেট বিক্রির দায়িত্ব রেলওয়েকে না দেয়ার সমালোচনাও করেন অনেকে। এমনই একজন বলেন, ‘সবাই ইন্টারনেটে টিকেট কেটে ফেলছে। এটা কেমন উন্নয়ন। উন্নত দেশ হিসেবে আমাদের উচিত রেলওয়েকে টিকেটের দায়িত্ব দেয়া। লাইনই যেহেতু ধরবে কমলাপুর স্টেশনে গিয়েই ধরুক সবাই।‘  

৫১৭ পঠিত ... ১৭:৩২, জুলাই ৩১, ২০২২

Top