কোল্ডপ্লের কনসার্টে গাইলেন মাহফুজুর রহমান

২২০ পঠিত ... ১৩:২৬, ফেব্রুয়ারি ১১, ২০২৪

 

থাইল্যান্ডে হয়ে গেলো দুইদিনব্যাপী কোল্ডপ্লের কনসার্ট। বাংলাদেশ থেকে অনেক কোল্ডপ্লে ভক্ত কনসার্টে অংশগ্রহণ করেছেন। এদিকে eআরকির হাতে আসা এক ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশের সুরসম্রাট মাহফুজুর রহমান কোল্ডপ্লের কনসার্টে মঞ্চ কাঁপিয়েছেন। মঞ্চ কাঁপানোর চোটে দুইবার খাড়া থেকে পড়ে যান কোল্ডপ্লের ক্রুরা।

কোনো উপায় না পেয়ে এক পর্যায়ে মাহফুজুর রহমানকে স্টেজ ছেড়ে দেন কোল্ডপ্লে। মাহফুজুর রহমান নিজের ‘বেঈমান গান ৫ বার গেয়ে মঞ্চ ছাড়েন।

মাহফুজুর রহমানের গান শুনে দর্শক সারীরে ভাইভ করেছেন কোল্ডপ্লের সকল সদস্য। কয়েকজনকে হ্যাডবাং দিতেও দেখা গেছে।

মাহফুজুর রহমানের গান শুনে মুগ্ধতার কথা জানিয়েছেন কোল্ডপ্লের সদস্যরা। ভবিষ্যতে সময় সুযোগ পেলে বাংলাদেশে এলে মাহফুজুর রহমানের সাথে মঞ্চ ভাগাভাগি করতে চান বলেও জানিয়েছেন তারা। শুধু মাহফুজুর রহমানের কাছে অনুরোধ করেছেন, উনি যেনো বেশি জোরে মঞ্চ না কাঁপান।

২২০ পঠিত ... ১৩:২৬, ফেব্রুয়ারি ১১, ২০২৪

Top