দেওরা গানটি পছন্দ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

৩৯১ পঠিত ... ১৭:১৩, মে ০৮, ২০২৩

Deora-fakhrul

কোক স্টুডিও বাংলার সিজন টু এর নতুন গান দেওরা রিলিজ হয়েছে গতরাতে৷ গানটি নিয়ে শ্রোতামহলে বরাবরের মতোই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও গানটি বেশ পছন্দ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ করে গানটির একটি কথা বেশ মনে ধরেছে বিরোধীদলের এই প্রখ্যাত নেতার।

 

গানটির ২ মিনিট ৪৫ সেকেন্ডের পরের একটি লাইনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদও দিয়েছেন তিনি৷ পাশাপাশি লাইনটি সুন্দর করে গাওয়ার জন্য প্রীতম হাসানকেও ধন্যবাদ দিয়েছেন মির্জা।

এই লাইনটির অনুভূতির কথা জানাতে গিয়ে মির্জা ফখরুল নিজের ফেক আইডি থেকে বলেন, 'এই একটি লাইন আমি প্রতিদিন স্বপ্নে শুনি৷ কিন্তু ঠিকঠাক ধরতে পারি না৷ কোক স্টুডিও বাংলায় গানটি শুনে মনে হচ্ছে, এই সুর, এই কথা আমি ও আমরা হাজার বছর ধরে গুনগুন করে আসছি। যেন আমাদের শিকড়ের সুর।'

গোপন সূত্রে ভূয়াভাবে জানা গেছে, বিএনপির সকল কর্মী-সমর্থকদের কোক স্টুডিও বাংলার দেওরা গান শোনা বাধ্যতামূলক করা হয়েছে৷ পাশাপাশি স্পেশাল লাইনটি সবাইকে মুখস্ত করে রাখতে নির্দেশ দেয়া হয়েছে।

৩৯১ পঠিত ... ১৭:১৩, মে ০৮, ২০২৩

Top