সম্প্রতি রিলিজ পেয়েছে কোক স্টুডিওর নতুন গান দেওরা। রিলিজের পরপরই মোটামুটি ট্রেন্ডে চলে গিয়েছে গানটি। কিন্তু সমস্যা শুরু হয়েছে অন্য জায়গায়। দেওরা রিলিজের পর থেকেই গণহারে বিদেশ থেকে চলে আসতে শুরু করেছেন প্রবাসীরা। সিট না পাওয়াতে ট্রেনের মতো প্লেনেও স্ট্যান্ডিং টিকিটের দাবি জানিয়েছেন এসব প্রবাসী ভাইয়েরা।
হুট করে দেশে ফেরার এমন ঝোঁক বেড়ে যাওয়ার কারণ জানতে চাওয়ায় এয়ারপোর্ট থেকে বের হওয়া এক ভাইকে জিজ্ঞেস করা হলে তিনি কিছুটা রেগে গিয়ে বলেন, ‘হিসাব বোঝো না? দুদু খাও? এমনিতেই বিদেশে গিয়ে সারাদিন আতংকে থাকি এর মধ্যে সেদিন দেখি আমার বউ প্রীতম হাসানের দেওরা গান লাভ সাইনের সাথে শেয়ার দিছে। এটা দেখার পরপরই তো আমি শেষ।‘
অন্যদিকে দেওরা গান রিলিজ দেওয়ার পর থেকেই এটিকে ব্যান করার দাবি জানিয়ে মানববন্ধন শুরু করেছে বাংলাদেশ দেওরা সমিতির লোকজন। তাদের মতে এই গানটি তাদেরকে ছোট করার জন্য বানানো হয়েছে। বাংলাদেশ দেওরা সমিতির (বাদেশ) সভাপতি আমাদের বলেন, ‘আমরা কখনোই ভাবিদের হাত এমনভাবে ধরি না যাতে তারা ব্যথা পায়। আমাদের নিয়ে এমন মিথ্যাচারের আমরা তীব্র নিন্দা জানাই।‘