কক্সবাজার, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। সারাবছরই সাগরের মন মাতানো ওয়েভ মানে ঢেউ দেখতে কম-বেশি লেগে থাকে দর্শনার্থীদের ভীড়৷ তবে সম্প্রতি এ ভিড় যেন স্বাভাবিকের চেয়ে একটু বেশিই। দলে দলে হুমড়ি খেয়ে সেখানে জমা হচ্ছে মানুষ। কিসের টানে যাচ্ছেন তারা?
জানার আগ্রহ প্রকাশ করতেই জানা গেলো এক অবিশ্বাস্য কথা। করোনার সেকেন্ড ওয়েভ দেখতেই কক্সবাজারে হুমড়ি খেয়ে পড়ছেন দর্শনার্থীরা। এ ব্যাপারে বিস্তারিত জানার জন্য eআরকি থেকেও একদল গিয়েছিলেন কক্সবাজার সমুদ্র সৈকতে।
সুমন নামের একজনের কাছে জানতে চাওয়া হলো, 'এই মহামারির সময়ে কেন এসেছেন কক্সবাজার?' তিনি আমতা আমতা করে উত্তর দিলেন, 'ওয়েভ দেখতে আসছি ভাই। প্রথম ওয়েভ তো দেখলাম, এইবার একটু গভীরে যেতে চাই।'
রাত তিনটায় সময় বিচে গিয়ে দেখা গেলো অদ্ভুত দৃশ্য। অনেক দম্পতি বসে আছেন সাগর তীরে। এদের মধ্যে সদ্য বিবাহিত থেকে শুরু করে প্রবীণ, অবিবাহিত সবাই আছেন। এই আবহাওয়ায় তারা কাঁথার নিচে না থেকে এখানে বসে কি করছেন সে ব্যাপারে জানতে চাইলে সদ্যবিবাহিত এক দম্পতি জানান, 'কাঁথার নিচে তো সারাজীবনই থাকতে পারবো। কিন্তু করোনার সেকেন্ড ওয়েভ দেখার সুযোগ কি আর হবে? তাছাড়া কখন না কখন আসে, সেজন্য আর রুমে যেয়ে সেই সুযোগ হাতছাড়া করতে চাই না।'
কিছু লোকাল ছোটো বাচ্চাদেরকে দেখে মনে হলো কিসের জন্য যেন অপেক্ষমান অবস্থায় সমুদ্রের দিকে তাকিয়ে আছে। প্রশ্ন করতেই এক ছেলে উত্তর দিলো, 'সেকেন্ড ওয়েভে নতুন শামুক, ঝিনুক আইবো। ওইগুলা দিয়া মালা বানায়া বেঁচুম। প্রথম ওয়েভেরগুলা মানুষ আর কিনতে চায় না। এর লাইগাই খাঁড়ায়া আছি।'
শুধু এরাই নয়, জায়গায় জায়গায় তাবু টানিয়ে ক্যামেরা তাক করে আছেন দেশের প্রখ্যাত ফটোগ্রাফাররাও। দ্বিতীয় ওয়েভ আসবে, সেই ছবি তোলার জন্য এই প্রস্তুতি।
অনেকে মেয়েরা সাজুগুজু করে ডিএসএলআর ওয়ালাকে সাথে নিয়ে বসে আছেন। যেই দ্বিতীয় ওয়েভ আসবে, তাড়াতাড়ি ছবি তুলে ফেসবুকে আপলোড দিবেন, 'সেকেন্ড ওয়েভে ভিজেছি একদিন...'
অনেকে এসেছেন তার বৃদ্ধ বাবা-মা নিয়ে৷ জাহিদ নামের এক যুবক জানালো, 'বাবা মা অনেকদিন যাবৎ সমুদ্র দেখতে চায়। তাই ভাবলাম এ সময়ে আসলে সমুদ্রও দেখা হবে, আবার সেকেন্ড ওয়েভও দেখা হবে। মানে এক ঢিলে দুই পাখি... হাহাহা...!'