ঈদের পর আসছে জিলাপি বানানোর রিয়ালিটি শো 'মাস্টারপ্যাঁচ বাংলাদেশ'

৯১৭ পঠিত ... ২০:০৩, মে ০৯, ২০২০

দেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিলাপি কারিগরদের প্রতিভাকে বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য ঈদের পরই টিভিতে আসছে জিলাপি বানানোর রিয়ালিটি শো 'মাস্টারপ্যাঁচ বাংলাদেশ'। এই রমজানে ঘরে ঘরে জন্ম নেয়া জিলাপি কারিগরদের মূলধারায় নিয়ে আসা ও নানানমুখি প্যাঁচের সাথে দেশবাসিকে পরিচয় করিয়ে দেয়া আয়োজক কমিটির উদ্দেশ্য।

'মাস্টারপ্যাঁচ বাংলাদেশ' এ বিচারক হিসেবে থাকবেন বিশিষ্ট নুডুলস শিল্পি কেকে ফেরদৌসি, পাশের বাসার আন্টিদের এক প্রতিনিধি, চকবাজারের বিশিষ্ট এক জিলাপি কারিগর ও দেশের একজন বিখ্যাত কূটনীতিক (এখানে থাকছে সারপ্রাইজ!)।

এই রিয়ালিটি শো-তে চিকন জিলাপি, মোটা জিলাপি, রেশমি জিলাপি, শাহী জিলাপি, ছানা জিলাপি এইসব নানান পদের জিলাপি বানাতে হবে না। আয়োজকদের প্রধান ফোকাস থাকবে মূলত জিলাপির প্যাঁচে। কে কত কঠিন প্যাঁচে জিলাপি বানাতে পারে দেখা হবে সেটাই।

এক অবিশ্বস্ত সূত্রে থেকে জানা যায় 'মাস্টারপ্যাঁচ বাংলাদেশ' এর সেরা মাস্টারপ্যাঁচকে বিরাট কোন অনুদান দেয়া হবে না, তাকে চকবাজারে বিশাল জিলাপি দোকানও করে দেয়া হবে না। শো-তে যে তিনজনের প্যাঁচ হবে সবার সেরা, তাদেরকে সরাসরি কুটনৈতিক হিসেবে নিয়োগ দেয়া হবে। বাংলাদেশের সাথে বৈশ্বিক প্যাঁচের সম্পর্ক উন্নয়নে সরাসরি কাজ করবে তারা। এছাড়াও সীমিত আকারে রাষ্ট্রের অন্যান্য দায়িত্বেও কাজ করবে।

'মাস্টারপ্যাঁচ বাংলাদেশ' রিয়ালিটি শো এর জন্য অডিশন নেয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। তবে অডিশনের জন্য আপনাকে লাইনে দাঁড়াতে হবে না। ফেসবুকে পোস্ট করা জিলাপির ছবি দেখেই কর্তৃপক্ষ ইতোমধ্যে বাছাইয়ের কাজ শুরু দিয়েছে। ফেসবুকে আপনি ছবি পোস্ট করে থাকলে অপেক্ষা করুন, যেকোন সময় আসতে পারে মূলপর্বে অংশগ্রহণের ডাক।

৯১৭ পঠিত ... ২০:০৩, মে ০৯, ২০২০

Top