ফেসবুক লাইভে এসে কারেন্টের তার পোড়ালেন জিগাতলার তরুণ

১৯৪ পঠিত ... ১৭:৪৪, জুন ০৫, ২০২৩

Currenter-taar

ফেসবুক লাইভে এসে নিজের সার্টিফিকেট পুড়িয়ে পোড়ানো প্রতিবাদ শুরু করেছিলেন এক তরুণী। সার্টিফিকেট পোড়ানোর দুইদিনের মাথায় তিনি পেয়ে বসেন চাকরি। তার পর পর এবার জিগাতলা মেইন রোডের বিদ্যুতের তার পুড়িয়ে প্রতিবাদ জানালেন এক জিগাতলার তরুণ! ফেসবুক লাইভে এসে মোট ৭টা বিদ্যুতের তার পুড়িয়েছেন তিনি।

সেই তরুণ তার লাইভে বলেন, ’১০ মিনিটের জন্যেও কারেন্ট থাকে না। রাতে ঘুমের মধ্যে ৭ বার কারেন্ট নিছে। মানুষ কি না ঘুমায়ে মরবে নাকি? এতো বছর ধরে এতো সংগ্রাম করে এতো কারেন্ট অর্জন করে এখন এই অবস্থা হলে কী হবে এই তার দিয়ে? যেই তার দিয়ে কারেন্টই আসে না, এই তার রাখার তো কোনো কারণ দেখছি না।’ এই কথাগুলো বলার ফাঁকে ফাঁকে তিনি একে একে মোট ৭টা তার পুড়িয়ে ফেললেন।

আমরা পরবর্তীতে এই কাজের পেছনে তার আসল উদ্দেশ্য জানতে চাইলে তিনি গোপনে আমাদের বলেন, ‘এক তরুণী সার্টফিকেট পুড়িয়ে চাকরি পাইছে না? আমি এজন্যই তার পোড়াইছি! আমার দৃঢ় বিশ্বাস তার পোড়ানোর পর আমরা জিগাতলার সবাই কারেন্ট পাব। সব জায়গায় কারেন্ট নিলেও আমাদের এখানে কারেন্ট নেবে না।’

এদিকে তার লাইভ দেখার পর মিরপুর থেকে জিগাতলায় একটু পর পর ফোন দিয়ে জানতে চাওয়া হচ্ছে, কারেন্ট আছে না গেছে? যদি না যায় তবে তারাও এবার তার পোড়াবেন বলে জানিয়ে রেখেছেন।

১৯৪ পঠিত ... ১৭:৪৪, জুন ০৫, ২০২৩

Top